রাজস্থানে দু’টি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হল আট মহিলা-সহ তেরো জনের। আহত হয়েছেন আরও আট জন।
পুলিশ জানিয়েছে, প্রথম দুর্ঘটনাটি ঘটেছে সোমবার ভোরে দিল্লি-জয়পুর জাতীয় সড়কে। জাতীয় সড়কের উপর মনোহরপুরা এলাকায় একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় একটি মালবাহী ট্রাকের। গাড়িটি মেরঠ থেকে জয়পুরের দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে। সংঘর্ষের ফলে মৃত্যু হয় গাড়ির আরোহী তিন মহিলা-সহ পাঁচ জনের। আহত হন দু’জন। তাঁদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকটির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
অন্য দিকে, দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে রবিবার সন্ধ্যায় জয়সলমেরে। পুলিশ জানিয়েছে, মুলসাগারো-কানই রোডে রাস্তার পাশে গাছে ধাক্কা মারে একটি বোলেরো গাড়ি। গাড়িটি জয়সলমের থেকে কানই যাচ্ছিল বলে জানা গিয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির সওয়ারি পাঁচ মহিলা-সহ একই পরিবারের আট জনের। এই ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন। তাঁদেরকে যোধপুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে।