কর্তব্যরত অবস্থায় আত্মত্যাগ ও সাহসিকতার জন্য ৮ জন ভারতীয় সেনাকে মরণোত্তর বিশেষ পদক দিয়ে সম্মানিত করবে রাষ্ট্রপুঞ্জ। রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীর অঙ্গ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত থাকাকালীন প্রাণ হারান ওই ভারতীয় সেনা আধিকারিকেরা। পদক প্রাপকদের মধ্যে রয়েছেন ৮ ভারতীয়-সহ মোট ১০৬ জন নাগরিক, পুলিশ ও সেনা আধিকারিক। আগামী ২৯ মে তাঁদের রাষ্ট্রপুঞ্জের দ্বিতীয় মহাসচিবের নামাঙ্কিত ‘ডাগ হ্যামারহোয়েল্ড পদক’ দেওয়া হবে বলে জানানো হয়েছে। ওই দিনটি রাষ্ট্রপুঞ্জের ‘আন্তর্জাতিক শান্তিরক্ষক দিবস’ হিসেবে পালিত হয়।
৮ ভারতীয় সেনা আধিকারিকদের মধ্যে লেফ্টেন্যান্ট কর্নেল মহিপাল সিংহ, ল্যান্স নায়েক নন্দকিশোর জোশী, হাবিলদার হীরা লাল, নায়েব সুবাদার শিবকুমার পাল, এবং হাবিলদার ভরত শাসমল গত বছর দক্ষিণ সুদানের জংলেই প্রদেশের কাছে রাষ্ট্রপুঞ্জের এক কনভয়ে হামলায় প্রাণ হারান। গত ডিসেম্বরে দক্ষিণ সুদানের আকোবোর এক সেনা ঘাঁটিতে নাশকতায় মারা যান সুবেদার ধর্মেশ সাঙ্গওয়ান ও সুবেদার কুমার পাল সিংহ। সিপাই রামেশ্বর সিংহ প্রাণ হারান গত ফেব্রুয়ারিতে কঙ্গোয় রাষ্ট্রপুঞ্জের এক অভিযানে।