Advertisement
E-Paper

রোহতকে বাসে শ্লীলতাহানি, ধৃত ৩, বরখাস্ত চালক এবং কন্ডাক্টর

রোহতকে দু’ কলেজ ছাত্রীর ইভটিজিংয়ের ঘটনায় বাসচালক এবং বাসের কন্ডাক্টরকে বরখাস্ত করল হরিয়ানা সরকার। সোমবার হরিয়ানার পরিবহণ দফতরের ডিজি ওই দু’জনকে বরখাস্ত করেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৪ ১৭:০৯

রোহতকে দু’ কলেজ ছাত্রীর ইভটিজিংয়ের ঘটনায় বাসচালক এবং বাসের কন্ডাক্টরকে বরখাস্ত করল হরিয়ানা সরকার। সোমবার হরিয়ানার পরিবহণ দফতরের ডিজি ওই দু’জনকে বরখাস্ত করেন।

পুলিশের কাছে দায়ের করা অভিযোগে ওই ছাত্রীরা জানিয়েছেন, গত শুক্রবার রোহতক থেকে সোনপতগামী একটি চলন্ত বাসে তাঁদের শ্লীলতাহানি করে বাসের সওয়ারি তিন যুবক। প্রতিবাদ করলে তাঁদের মারধর করে অভিযুক্তেরা। ছাত্রীদের অভিযোগ, সেই সময় তাঁদের বাঁচাতে এগিয়ে আসেননি অন্য বাসযাত্রীরা। নীরব দর্শকের ভূমিকা পালন করেন তাঁরা। গোটা ঘটনাটি মোবাইল ফোনে রেকর্ড করেন এক বাসযাত্রী। তাতে দেথা যায় যুবকদের বেল্ট দিয়ে মারছেন ওই কলেজ ছাত্রীরা।

পুলিশের কাছে অভিযোগ জানায় ওই দুই ছাত্রী। তদন্তে নেমে কুলদীপ, মোহিত, এবং দীপক নামে তিন যুবককে রবিবারে রাতে গ্রেফতার করে হরিয়ানা পুলিশ। এ দিন অভিযুক্ত তিনজনকে আদালতে তোলা হলে বিচারক তাদের ৬ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
অভিযোগ তুলে নিতে পঞ্চায়েত থেকে তাঁদের উপর চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ জানায় ওই দুই কলেজ ছাত্রীর পরিবার। অন্য দিকে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের ছেড়ে দিতে হবে বলে জেলা প্রশাসনের উপর চাপ বাড়িয়েছেন যুবকদের গ্রামের বাসিন্দারা। তাঁদের অভিযোগ, মিথ্যা অভিযোগে ওই যুবকদের ফাঁসানো হয়েছে। বাসে বসার জায়গা নিয়ে বিবাদের জেরে এই ঘটনাটি ঘটেছে, এটি শ্লীলতাহানির ঘটনাই নয় বলে মত গ্রামবাসীদের।

ঘটনার কথা বিবেচনা করে হরিয়ানা রোডওয়েজের বাসে যাত্রীদের বিশেষ করে মহিলাযাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশের ডিজি এবং পরিবহণ দফতরের আধিকারিকদের নির্দেশ দিয়েছে হরিয়ানা সরকার।

rohtak eve-teasing bus driver, conductor suspended accused remanded judicial custody
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy