Advertisement
০৮ মে ২০২৪

রিয়ালকে হারিয়ে সুপার কাপ জিতল আটলেটিকো মাদ্রিদ

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হারের মধুর প্রতিশোধ নিল আটলেটিকো মাদ্রিদ। স্প্যানিশ সুপার কাপ ফাইনালের দ্বিতীয় পর্বে রিয়ালকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল তারা। গোল করেন মারিও মানজুকিচ। দুই পর্ব মিলিয়ে ফাইনালের স্কোর ২-১। আটলেটিকোর চ্যাম্পিয়ন হওয়ায় মরসুমে ছ’টি কাপ জেতার রিয়ালের স্বপ্ন শেষ হয়ে গেল। এই নিয়ে দ্বিতীয় বার সুপার কাপ জিতল আটলেটিকো মাদ্রিদ।

কাপ জিতে আটলেটিকোর ফুটবলারা। ছবি: এএফপি।

কাপ জিতে আটলেটিকোর ফুটবলারা। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৪ ১৫:২২
Share: Save:

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হারের মধুর প্রতিশোধ নিল আটলেটিকো মাদ্রিদ। স্প্যানিশ সুপার কাপ ফাইনালের দ্বিতীয় পর্বে রিয়ালকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল তারা। গোল করেন মারিও মানজুকিচ। দুই পর্ব মিলিয়ে ফাইনালের স্কোর ২-১। আটলেটিকোর চ্যাম্পিয়ন হওয়ায় মরসুমে ছ’টি কাপ জেতার রিয়ালের স্বপ্ন শেষ হয়ে গেল। এই নিয়ে দ্বিতীয় বার সুপার কাপ জিতল আটলেটিকো মাদ্রিদ।

মরসুমের শুরুতেই রোনাল্ডো দাবি করেছিলেন অন্তত পাঁচটি ট্রফি জিতবে রিয়াল। এক ধাপ এগিয়ে গ্যারেথ বেলের দাবি ছিল ছ’টি ট্রফিই জিতবে তারা। শুক্রবার গভীর রাতের ফাইনালে কিন্তু ব্যর্থ দুই রিয়াল তারকাই। সমর্থকদের হৃত্স্পন্দন বাড়িয়ে প্রথমার্ধে মাঠেই নামলেন না তিনি। দ্বিতীয়ার্ধে নামলেও পুরনো ছন্দে দেখা গেল না পর্তুগিজ তারকাকে। আহত হ্যামস্ট্রিং যে তাঁকে যথেষ্ট ভোগাচ্ছে সি আর সেভেনের খেলাতেই তা ছিল স্পষ্ট। ফর্মের ধারেকাছে ছিলেন না গ্যারেথ বেলও। দ্বিতীয়ার্ধে হামেস রড্রিগেজের পাস থেকে ম্যাচের অন্যতম সহজ সুযোগটি ফস্কান ওয়েলস তারকা। তবে রিয়ালের পারফরম্যান্সে সমর্থকরা খুশি না হলেও খুশি কোট আনসেলত্তি। তাঁর মতে, “গত মরসুমের শেষ থেকে এখনও পর্যন্ত রিয়াল তিনটি ট্রফি জিতেছে। আমার মতে এটা যথেষ্টই ভাল পারফরম্যান্স।” ম্যাচে দি মারিয়ার না খেলানো নিয়ে তাঁর যুক্তি, পরিকল্পনামাফিকই খেলানো হয়নি তাঁকে। কয়েক দিন ধরে তাঁর রিয়াল ছাড়া নিয়ে সরগরম ক্লাব। ম্যাচের শেষ দিকে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন লুকা মদ্রিচ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

super cup real madrid athletico madrid
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE