এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে দু’জনকে আটক করল রঘুনাথপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে মৃতের নাম লক্ষ্মী ভাটকর (৫৫)। বাড়ি রঘুনাথপুরের পাঁচুডাঙায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত লক্ষ্মীদেবী দুই ছেলে, পুত্রবধূ এবং প্রতিবেশী একটি মেয়েকে নিয়ে থাকতেন। তিনি দোতলায় ছোট ছেলে এবং মেয়েকে নিয়ে থাকতেন। বৃহস্পতিবার সকালে দোতলার ঘর থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। তাঁর বড় ছেলে দীপকের হাতেও অস্ত্রের আঘাত ছিল।
এ দিন সকালেই ঘটনাস্থলে হাজির হন রঘুনাথপুরের এসডিপিও পিনাকী দত্ত, ওসি দীপঙ্কর সরকার। জিজ্ঞাসাবাদের জন্য দীপক ভাটকর এবং মহম্মদ হাবিবকে আটক করেছে পুলিশ। তবে সম্পত্তির লোভে প্রৌঢ়াকে খুন করা হয়েছে বলে প্রাথমিক ভাবে পুলিশের অনুমান।
এসডিপিও বলেন, “ঘটনাটি তদন্ত সাপেক্ষ। টাকাপয়সা জনিত কারণেই এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করা হয়েছে।”