দেশে ষোড়শ সাধারণ নির্বাচনের দামামা বেজে গেল।
বুধবার সকালে নির্বাচন কমিশন জানিয়ে দিল, আগামী লোকসভা নির্বাচন হবে মোট ন’দফায়। প্রথম দফা আগামী ৭ এপ্রিল। শেষ দফার ভোট হচ্ছে ১২ মে। নির্বাচনের ফল ঘোষণা ১৬ মে। পশ্চিমবঙ্গে ভোট হবে পাঁচ দফায়। এই রাজ্যে প্রথম দফার ভোট ১৭ এপ্রিল, শেষ দফা ১২ মে। এই নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই দেশ জুড়ে নির্বাচনী আচরণবিধি কার্যকর হল। দেশে এর আগে এত বেশি দফায় নির্বাচন হয়নি। লোকসভা নির্বাচনের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও সিকিমে বিধানসভা নির্বাচন হবে।
এ দিন নয়াদিল্লির বিজ্ঞান ভবনে এক সাংবাদিক সম্মেলনে দেশের মুখ্য নির্বাচন কমিশনার ভি এস সম্পত যা যা জানিয়েছেন:
• মোট ভোটারের সংখ্যা ৮১ কোটি ৪০ লক্ষ। ২০০৯-এর শেষ লোকসভা নির্বাচনের তুলনায় দশ শতাংশ বেশি।
• নতুন ভোটারের সংখ্যা ২ কোটি ৩০ লক্ষ।
• মোট আসন সংখ্যা ৫৪৩।
• নির্বাচন কমিশনের পক্ষ থেকে বাড়ি বাড়ি সচিত্র ভোটার স্লিপ বিলি করা হবে।
• উপদ্রুত এবং মাওবাদী প্রভাবিত কেন্দ্রগুলিতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে।
• এ বারের লোকসভা নির্বাচনে প্রথম বার না-ভোটের অধিকার (নোটা) থাকছে ভোটারদের।
• মোট ভোটগ্রহণ কেন্দ্র ৯ লক্ষ ৩০ হাজার।
• প্রতিটি রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে, স্থানীয় পুলিশ, রাজনীতিক ও বাসিন্দাদের সঙ্গে কথা বলে স্পর্শকাতর কেন্দ্রগুলি চিহ্নিত করতে হবে। সেগুলিতে নজরদারির ব্যবস্থাও করতে হবে।
• প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে পানীয় জল, শৌচাগার সমেত প্রয়োজনীয় পরিকাঠামো রাখতে হবে।
• দুর্গম এলাকার ভোটারদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।
• নির্বাচনী প্রচারের সময় দু’টি রাজনৈতিক দলের মিছিলের মধ্যে সময়ের ব্যবধান থাকতে হবে ন্যূনতম আধ ঘণ্টা।
• এ বারেই প্রথম চার ধরনের পর্যবেক্ষক নিয়োগ করা হচ্ছে। থাকছেন সাধারণ পর্যবেক্ষক, পুলিশের কাজকর্ম দেখার জন্য, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য এবং নির্বাচনী ব্যয়ের উপরে বিশেষ নজরদারির জন্য আলাদা আলাদা করে পর্যবেক্ষক নিযোগ করা হচ্ছে।
পশ্চিমবঙ্গের পাঁচ দফার ভোট
ভোটের দিন
জেলা
১৭ এপ্রিল
কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং
২৪ এপ্রিল
রায়গঞ্জ, বালুরঘাট, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ মালদহ, জঙ্গিপুর
৩০ এপ্রিল
হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি,
পূর্ব বর্ধমান, বোলপুর দুর্গাপুর, বীরভূম
৭ মে
ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া,
বাঁকুড়া, বিষ্ণুপুর, আসানসোল
১২ মে
বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বনগাঁ, ব্যারাকপুর, দমদম, বারাসত,
বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর,
উত্তর ও দক্ষিণ কলকাতা, তমলুক, কাঁথি, ঘাটাল
রাজ্যভিত্তিক ভোটের দিন
অন্ধ্রপ্রদেশ —৩০ এপ্রিল, ৭ মে
অরুণাচলপ্রদেশ — ৯ এপ্রিল
অসম — ৭, ১২,২৪ এপ্রিল
বিহার — ১০, ১৭, ২৪, ৩০ এপ্রিল ও ৭, ১২ মে
ছত্তীসগঢ় — ১০, ১৭, ২৪ এপ্রিল
গোয়া — ১৭ এপ্রিল
গুজরাত — ৩০ এপ্রিল
হরিয়ানা — ১০ এপ্রিল
হিমাচলপ্রদেশ — ৭ মে
জম্মু-কাশ্মীর — ১০, ১৭, ২৪, ৩০ এপ্রিল
ঝাড়খণ্ড — ১০, ১৭, ৩০ এপ্রিল
কর্নাটক — ১৭ এপ্রিল
কেরল — ১০ এপ্রিল
মধ্যপ্রদেশ — ১০, ১৭, ২৪ এপ্রিল
মহারাষ্ট্র — ১০, ১৭, ২৪ এপ্রিল
মণিপুর — ৯, ১৭ এপ্রিল
মেঘালয় — ৯ এপ্রিল
মিজোরাম — ৯ এপ্রিল
ওড়িশা — ১০, ১৭ এপ্রিল
পঞ্জাব — ৩০ এপ্রিল
রাজস্থান — ১৭ ও ২৪ এপ্রিল
সিকিম — ১২ এপ্রিল
তামিলনাড়ু — ২৪ এপ্রিল
ত্রিপুরা — ৭ ও ১২ এপ্রিল
উত্তরপ্রদেশ — ১০, ১৭, ২৪, ৩০ এপ্রিল, ৭ ও ১২ মে
উত্তরাখণ্ড — ৭ মে
কেন্দ্রশাসিত অঞ্চল
দিল্লি ১০ এপ্রিল
আন্দামান ও নিকোবর ১০ এপ্রিল
চণ্ডীগড় ১০ এপ্রিল
দাদরা ও নগরহাভেলি ৩০ এপ্রিল
দমন ও দিউ ৩০ এপ্রিল
লক্ষদ্বীপ ১০ এপ্রিল
পুদুচেরি ২৪ এপ্রিল