Advertisement
০৫ মে ২০২৪

লাদেনের হত্যাকারী কে, চলছে বিতর্ক

তিনিই মেরেছেন লাদেনকে। সম্প্রতি সংবাদপত্রে এমনই দাবি করেছেন সিল দলের প্রাক্তন সদস্য রবার্ট ও’নিল। কিন্তু অনেকেই এই দাবি নিয়ে সংশয় প্রকাশ করেছেন। এ নিয়ে আমেরিকায় জমে উঠেছে বিতর্ক। ২০১১-এ পাকিস্তানের অ্যাবোটাবাদ-এর একটি বাংলোয় মার্কিন নৌসেনার সিল টিম সিক্স অভিযানে প্রাণ হারান আল-কায়দার প্রধান ওসামা বিন লাদেন। তাঁর দেহ সমুদ্রে সমাধি দেওয়া হয়। এই অভিযান নিয়ে প্রচুর লেখালিখিও হয়েছে। প্রকাশিত হয়েছে কয়েকটি বই। হয়ে গিয়েছে অস্কারের মনোনয়ন পাওয়া সিনেমাও।

অ্যাবোটাবাদের সেই বাড়ি।

অ্যাবোটাবাদের সেই বাড়ি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৪ ১৮:৪০
Share: Save:

তিনিই মেরেছেন লাদেনকে। সম্প্রতি সংবাদপত্রে এমনই দাবি করেছেন সিল দলের প্রাক্তন সদস্য রবার্ট ও’নিল। কিন্তু অনেকেই এই দাবি নিয়ে সংশয় প্রকাশ করেছেন। এ নিয়ে আমেরিকায় জমে উঠেছে বিতর্ক।

২০১১-এ পাকিস্তানের অ্যাবোটাবাদ-এর একটি বাংলোয় মার্কিন নৌসেনার সিল টিম সিক্স অভিযানে প্রাণ হারান আল-কায়দার প্রধান ওসামা বিন লাদেন। তাঁর দেহ সমুদ্রে সমাধি দেওয়া হয়। এই অভিযান নিয়ে প্রচুর লেখালিখিও হয়েছে। প্রকাশিত হয়েছে কয়েকটি বই। হয়ে গিয়েছে অস্কারের মনোনয়ন পাওয়া সিনেমাও। কিন্তু সম্প্রতি এক মার্কিন সংবাদপত্রে সিল টিম সিক্স-এর প্রাক্তন সদস্য রবার্ট ও’নিল দাবি করেছেন, তাঁর গুলিতেই লাদেন মারা গিয়েছেন।

নিল-এর দাবি সামনে আসার পরেই শুরু হয়েছে বিতর্ক। যদিও নিলের যোগ্যতা প্রশ্নাতীত। দীর্ঘ দিন সিল দলের সদস্য ছিলেন। লাদেন ছাড়াও ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের হাতে বন্দি জাহাজের মার্কিন ক্যাপ্টেন রিচার্ড ফিলিপকে উদ্ধারের কাজেও তিনি যুক্ত ছিলেন। তাঁর কাজের জন্য বেশ কয়েক বার পুরস্কৃতও হয়েছেন তিনি। ২০১২-তে তিনি অবসর নেন।


চলছে অভিযান। হোয়াইট হাউসের ‘সিচুয়েশন রুম’-এ প্রেসিডেন্ট বারাক ওবামা,
ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও মার্কিন প্রশাসনের তত্কালীন শীর্ষ কর্তারা।

নিল-এর লেখা নিয়ে এই বিতর্কের দু’টি দিক। এক, নিল-এর দাবি সত্য কি না। দুই, নিল এ কথা প্রকাশ্য জানিয়ে আইনভঙ্গ করেছেন কি না। সংবাদপত্রে নিল লিখেছেন, অ্যাবোটাবাদে সিঁড়ি বেয়ে তিনি ও সিল দল-এর আর এক সদস্য লাদেনের ঘরের দিকে যান। দেখেন, লাদেন ঘর থেকে উঁকি দিচ্ছেন। নিলের দাবি অনুযায়ী, তাঁর সঙ্গী লাদেনকে লক্ষ করে প্রথমে গুলি করেন। কিন্তু তাঁর গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। লাদেন ঘরে ঢুকে যান। নিল ও তাঁর সঙ্গী ঘরের দরজার সামনে আসেন। লাদেনকে বাঁচাতে তাঁর এক স্ত্রী সামনে দাঁড়িয়ে যান। এই সময়ে নিল লাদেনেকে লক্ষ করে গুলি করেন। গুলিটি লাদেনের মাথায় লাগে। মৃত্যু হয় তাঁর।

কিন্তু এখানেই দ্বিমত অন্যেরা। যাঁর মধ্যে আছেন ওই সিল দলের অন্য সদস্য ও এই বিষয়ে লেখা একটি বইয়ের লেখক (তিনিও এই দলের সদস্য ছিলেন)। তাঁদের মতে, নিল নন, তাঁর সঙ্গীর প্রথম গুলিতেই লাদেনের মৃত্যু হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, সে দিন ছিল অমাবস্যা। বাড়িতে কোনও আলো জ্বলছিল না। যদিও সিল দলের সদস্যেরা রাতে দেখার বিশেষ যন্ত্র (নাইট ভিশন) পড়েছিলেন। তা ছাড়া অভিযানের প্রথমেই সিল দলকে নিয়ে যাওয়া একটি হেলিকপ্টার ভেঙে পড়ে। ফলে প্রবল উদ্বেগও ছিল। এ পরিস্থিতে ঠিক কার গুলিতে লাদেন মারা গিয়েছেন তা স্থির করা খুব কঠিন।


সিল দলের অভিযানের সময় ভেঙে পড়া হেলিকপ্টার।

নিলের দাবি প্রকাশ পাওয়ার পরে তাঁর এ হেন আচরণের নিন্দা করেছেন সিল দলের বেশ কয়েক জন প্রাক্তনী। তাঁদের মতে, অভিযানের গোপন তথ্য প্রকাশ করে বর্তমান সিলদের বিপদে ফেলেছেন নিল। অভিযোগ, প্রাক্তন সেনা হিসেবে পাওয়া কয়েকটি সুবিধা মার্কিন সরকার সরিয়ে নেওয়ায় নিল প্রকাশ্যে এই কথা বলেছেন। এ বিষয়ে মার্কিন সেনার পক্ষ থেকে সরকারি ভাবে কিছু জানান হয়নি। তবে সিল দলের কোনও সদস্যকে মুখ খুলতে বারণ করে নির্দেশ পাঠান হয়েছে বলে সূত্রের খবর।

—ফাইল চিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

helicopter crash abtabad
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE