পুলকারে করে স্কুলে যাওয়ার সময় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ১০-১২টি শিশু। ঘটনাটি ঘটেছে হাওড়ার লিলুয়া স্টেশনের কাছে জি টি রোডের উপর। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকাল পৌনে ৯টা নাগাদ স্থানীয় ইংরেজি মাধ্যম স্কুলের কেজি থেকে ক্লাস ফোর-এ পড়া ১০-১২ জন ছাত্রীকে নিয়ে একটি পুলকার আসছিল। সে সময় কর্তব্যরত ট্রাফিক পুলিশ দেখেন, গাড়ি থেকে গলগল করে কালো ধোঁয়া বেরোচ্ছে। তিনি তত্পরতার সঙ্গে স্থানীয় কয়েকজন রিক্সাচালকদের নিয়ে গাড়ির কাছে এসে দেখেন, গাড়ির মধ্যে আগুন জ্বলছে। ভিতরে আটকে পড়া ছাত্রীরা ভয়ে কান্নাকাটি করছিল। ওই ট্রাফিক পুলিশ ও রিক্সাচালকরাই জানালার কাঁচ ভেঙে, দরজা খুলে ছাত্রীদের বার করে আনেন। ঘটনার পর থেকে গাড়ির চালক পলাতক।
এর পর, পাশেই স্কুলে নিয়ে গিয়ে তাদের চিকিত্সার ব্যবস্থা করা হয়। তবে কারও চোটই গুরুতর ছিল না। এ দিন পরীক্ষা থাকায় তারা সকলেই পরীক্ষা দিতে বসে। ঘটনাস্থলে বেলুড় থানার পুলিশ এসে তদন্ত শুরু করে। প্রাথমিভাবে পুলিশের অনুমান, শর্ট সার্কিট থেকে গাড়িতে আগুন লাগে। পলাতক চালকের খোঁজ করা হচ্ছে।