সাইকেল চোর সন্দেহে গণপিটুনিতে গুরুতর জখম অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করল পুলিশ। শুক্রবার সকাল ৯টা নাগাদ মালদহ ইংলিশবাজারের রামকৃষ্ণ পল্লীর ঘটনা। পুলিশ জানায়, চোর সন্দেহে গণপিটুনিতে উদ্ধার হওয়া ওই ব্যক্তির নাম মোতি মিয়া। তিনি চাঁচলের বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, রামকৃষ্ণ পল্লীর একটি বেসরকারি হোটেলের সামনে এক ব্যক্তি তাঁর সাইকেল রেখেছিলেন। কিছু পরে তিনি দেখেন সাইকেলটি উধাও। পরে একই রকমের একটি সাইকেল নিয়ে কাছেই মোতি মিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখেন তিনি। সাইকেল চোর সন্দেহ করে এলাকার লোকেরা তাঁকে মারধর শুরু করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মোতিকে উদ্ধার করে পুলিশ। গুরুতর জখম অবস্থায় তিনি মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। সাইকেলটি মোতি চুরি করেছিলেন কি না বা তিনি কী কারণে এই এলাকায় এসেছিলেন তা খতিয়ে দেখছে পুলিশ।