Advertisement
২০ এপ্রিল ২০২৪

স্কুলছাত্রীদের ইভটিজিং, প্রতিবাদ করায় প্রহৃত দুই বাসচালক

পরীক্ষা দিয়ে দুটি স্কুল বাসে করে বাড়ি ফিরছিল ২০ জন ছাত্রী। পথে স্কুল বাসের রাস্তা আটকে দাঁড়ায় আটটি মোটরবাইক। ছাত্রীদের উদ্দেশে শুরু হয় অশালীন মন্তব্য। প্রতিবাদ করেন দুটি বাসেরই চালক। এর প্রতিবাদের মাশুল দিতে হল চালকদের।

সংবাদ সংস্থা
উত্তরপ্রদেশ শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৫ ১৯:২২
Share: Save:

পরীক্ষা দিয়ে দুটি স্কুল বাসে করে বাড়ি ফিরছিল ২০ জন ছাত্রী। পথে স্কুল বাসের রাস্তা আটকে দাঁড়ায় আটটি মোটরবাইক। ছাত্রীদের উদ্দেশে শুরু হয় অশালীন মন্তব্য। প্রতিবাদ করেন দুটি বাসেরই চালক।

এর প্রতিবাদের মাশুল দিতে হল চালকদের। অভিযোগ, তাঁদের রীতিমতো রাস্তায় ফেলে মারধর শুরু করে বাইক বাহিনী। পুলিশ জানায়, ঘটনাটি ঘটেছে বুধবার উত্তরপ্রদেশের মুজফফরনগরে। গুরুতর জখম অবস্থায় দুই চালকই হাসপাতালে চিকিত্সাধীন।

পুলিশ সূত্রের খবর, ওই দিন বোর্ড পরীক্ষার শেষে দুটি স্কুল বাসে ২০ জন ছাত্রী ফিরছিল। উত্তরপ্রদেশের তাপরানা গ্রামের কাছে আটটি মোটরবাইক বাস দুটির রাস্তা আটকে দাঁড়ায়। বেশ কিছু ক্ষণ ধরেই এই বাইক বাহিনী বাস দুটিকে অনুসরণ করছিল এবং ছাত্রীদের উদ্দেশে অশালীন মন্তব্য করছিল বলে অভিযোগ। এর পরেই বাসের চালকেরা এই ঘটনার প্রতিবাদ করেন। পুলিশ জানায়, তখনই বাস থেকে নেমে এই ঘটনার প্রতিবাদ করেন দুই চালক। দু’পক্ষের মধ্যে শুরু হয় বচসা। বচসা চলাকালীনই আচমকা দুই চালককে রাস্তায় ফেলে মারধর শুরু করে তারা। রাস্তা থেকে পাথর ছুঁড়ে ভাঙচুর চালানো হয় বাসে।

মুজফফরনগরের এসপি বিজয় ভূষণ জানান, এই ঘটনায় বেদপাল এবং সঞ্জয় নামে বাসের দুই চালক এবং এক ছাত্রী জখম হয়েছে। রাজেশ এবং বিজয় নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের ছয় জনের খোঁজে তল্লাশি চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

eveteasing uttarpradesh school stydent
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE