Advertisement
১৯ মে ২০২৪

সৃঞ্জয়ের জামিন নিয়ে হলফনামা দাখিলে নির্দেশ

সারদা-কাণ্ডে অভিযুক্ত সৃঞ্জয় বসুর জামিন কেন খারিজ করা হবে, সেই ব্যাপারে সিবিআই-কে হলফনামা দাখিল করতে বুধবার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে হাইকোর্টের নির্দেশ, কী কারণে তিনি জামিনে ছাড়া থাকবেন, সেই ব্যাপারে সৃঞ্জয় বসুকেও হলফনামা দাখিল করতে হবে। আলিপুর জেলা আদালত গত ৪ ফেব্রুয়ারি সৃঞ্জয়কে জামিন দিয়েছে। জামিন খারিজ করতে চেয়ে সিবিআই ইতিমধ্যেই মামলা দায়ের করেছে কলকাতা হাইকোর্টে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:৩২
Share: Save:

সারদা-কাণ্ডে অভিযুক্ত সৃঞ্জয় বসুর জামিন কেন খারিজ করা হবে, সেই ব্যাপারে সিবিআই-কে হলফনামা দাখিল করতে বুধবার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে হাইকোর্টের নির্দেশ, কী কারণে তিনি জামিনে ছাড়া থাকবেন, সেই ব্যাপারে সৃঞ্জয় বসুকেও হলফনামা দাখিল করতে হবে।

আলিপুর জেলা আদালত গত ৪ ফেব্রুয়ারি সৃঞ্জয়কে জামিন দিয়েছে। জামিন খারিজ করতে চেয়ে সিবিআই ইতিমধ্যেই মামলা দায়ের করেছে কলকাতা হাইকোর্টে। মামলাটির দ্রুত শুনানির জন্য এ দিন সিবিআইয়ের আইনজীবী আসরাফ আলি দৃষ্টি আকর্ষণ করেন হাইকোর্টের বিচারপতি শিবসাধন সাধুর আদালতে। আদালতে হাজির ছিলেন সৃঞ্জয়ের আইনজীবীরাও। বিচারপতি জানান, দু’পক্ষকেই হলফনামা দাখিল করে নিজেদের বক্তব্য জানাতে হবে এবং আগামী ৩ মার্চ তিনি মামলাটি শুনবেন।

সারদা-কাণ্ডে সিবিআই গত বছরের ২১ নভেম্বর গ্রেফতার করে তৃণমূলের প্রাক্তন রাজ্যসভা সাংসদকে। ভারতীয় দণ্ডবিধির ৪০৯ নম্বর (অপরাধমূলক বিশ্বাসভঙ্গ) ধারা না থাকায় চলতি মাসের ৪ ফেব্রুয়ারি আলিপুর জেলা জজ সমরেশপ্রসাদ চৌধুরী সৃঞ্জয়ের জামিনের আবেদন মঞ্জুর করেন। সিবিআইয়ের দাবি, পরে তাঁর বিরুদ্ধে ওই ধারা যোগ করা হয়েছে নিম্ন আদালতে।

এ দিনই জামিনের আবেদনের মামলার দ্রুত শুনানির জন্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেন সারদা মামলায় ধৃত ব্যবসায়ী সন্ধির অগ্রবালের আইনজীবীরা। বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায় ও বিচারপতি আশিসকুমার চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগামী ২৪ ফেব্রুয়ারি ওই মামলার শুনানি হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bail saradha scam cbi srinjoy bose srinjoy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE