Advertisement
১৮ মে ২০২৪

সুতিতে বাস দুর্ঘটনা, মৃত ২ যাত্রী

ঘন কুয়াশায় দাঁড়িয়ে থাকা লরিতে পিছন থেকে ধাক্কা মারল যাত্রিবাহী বাস। দুর্ঘটনার জেরে মৃত্যু হল দুই বাসযাত্রীর। শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতিতে। পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, প্রবল গতিতে কলকাতা থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল একটি বেসরকারি বাস।

নিজস্ব সংবাদদাতা
রঘুনাথগঞ্জ শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৪ ১৬:৫৯
Share: Save:

ঘন কুয়াশায় দাঁড়িয়ে থাকা লরিতে পিছন থেকে ধাক্কা মারল যাত্রিবাহী বাস। দুর্ঘটনার জেরে মৃত্যু হল দুই বাসযাত্রীর। শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতিতে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, প্রবল গতিতে কলকাতা থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল একটি বেসরকারি বাস। ভোর সাড়ে ৪টে নাগাদ সুতি থানা এলাকার মহেশাইলের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে ধাক্কা মারে বাসটি।

পুলিশ সূত্রে খবর, প্রবল কুয়াশার কারণে দাঁড়িয়ে থাকা লরিটিকে সম্ভবত দেখতে পাননি বাস চালক। তার ফলেই এই দুর্ঘটনা।

দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রমোদ তিওয়ারি (৩১) এবং সিরাজুল শেখ (২৭) নামে দুই বাসযাত্রীর। বিএসএফ জওয়ান প্রমোদের বাড়ি মধ্যপ্রদেশের রেওয়া জেলার অন্তর্গত সাগ্রা থানা এলাকার বাউরিবন্ধ গ্রামে। মৃত অপর বাসযাত্রী সিরাজুল শেখের বাড়ি জেলারই বেলডাঙার পুকুরকোণা গ্রামে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। অনুপনগর এবং মহেশাইল স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিত্সার পর তাদের ছেড়ে দেওয়া হয়। বাসের চালক এবং কন্ডাক্টর পলাতক বলে জানিয়েছে পুলিশ। সুতি থানার ওসি বলেন, “ঘন কুয়াশায় জেরেই দুর্ঘটনাটি ঘটেছে। বাসটিকে আটক করা হয়েছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

fog bus accident suti death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE