Advertisement
১০ মে ২০২৪

সিমলায় বাস দুর্ঘটনা, মৃত ১৫

বাস দুর্ঘটনায় সিমলায় মৃত্যু হয়েছে ১৫ জনের। আহত হয়েছেন অন্তত ১৭ জন। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার ৩৫ জন যাত্রী নিয়ে বেসরকারি ওই বাসটি সাংলা উপতক্যা থেকে কল্পার দিকে যাচ্ছিল।

সংবাদ সংস্থা  শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৪ ১৪:২৭
Share: Save:

বাস দুর্ঘটনায় সিমলায় মৃত্যু হয়েছে ১৫ জনের। আহত হয়েছেন অন্তত ১৭ জন। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার ৩৫ জন যাত্রী নিয়ে বেসরকারি ওই বাসটি সাংলা উপতক্যা থেকে কল্পার দিকে যাচ্ছিল। সেই সময় হিমাচলপ্রদেশের রোটাং গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ৪০০ ফুট গভীর খাদে পড়ে যায় বাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৭ জন যাত্রীর। গুরুতর আহত হয়েছেন ১৭ জন । জখম যাত্রীদের চিকিত্সার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, এঁদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, বেপরোয়া ভাবে গাড়ি চালানোর জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। দেহগুলি অধিকাংশই ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল। এক পুলিশ আধিকারিক জানান, দেহগুলি ময়না তদন্ত করার পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bus accident shimla
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE