Advertisement
১৯ এপ্রিল ২০২৪

সারদা-কাণ্ডে ফের সন্ধির অগ্রবালের জামিন নাকচ

সারদা-কাণ্ডে অভিযুক্ত ব্যবসায়ী সন্ধির অগ্রবালের জামিনের আবেদন মঙ্গলবার খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। এ নিয়ে কলকাতা হাইকোর্ট সন্ধিরের জামিনের আবেদন তিন বার খারিজ হল। এ দিনই আলিপুর আদালতে জেল হেফাজত থেকে হাজির করানো হয়েছিল সন্ধির ও সারদা কাণ্ডে অন্য ধৃত সদানন্দ গগৈকে। আলিপুর আদালত ওই দুই অভিযুক্তকে ১০ মার্চ পর্যন্ত ফের জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়।

সন্ধির অগ্রবাল ও রজত মজুমদার।

সন্ধির অগ্রবাল ও রজত মজুমদার।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৫১
Share: Save:

সারদা-কাণ্ডে অভিযুক্ত ব্যবসায়ী সন্ধির অগ্রবালের জামিনের আবেদন মঙ্গলবার খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। এ নিয়ে কলকাতা হাইকোর্ট সন্ধিরের জামিনের আবেদন তিন বার খারিজ হল। এ দিনই আলিপুর আদালতে জেল হেফাজত থেকে হাজির করানো হয়েছিল সন্ধির ও সারদা কাণ্ডে অন্য ধৃত সদানন্দ গগৈকে। আলিপুর আদালত ওই দুই অভিযুক্তকে ১০ মার্চ পর্যন্ত ফের জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়।

গত ১৬ ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন এই মামলার অন্যতম অভিযুক্ত রজত মজুমদার। সিবিআই অবশ্য সিদ্ধান্ত নিয়েছে, সুপ্রিম কোর্টে তারা তাঁর জামিন খারিজের আবেদন জানাবে। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে সারদা রিয়েলটি মামলায় অন্যতম অভিযুক্ত সৃঞ্জয় বসুর জামিন খারিজের আবেদনও করেছে সিবিআই। আগামী ৩ মার্চ সেই মামলার শুনানি হবে। এ দিন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায় ও বিচারপতি ইন্দ্রজিত্‌ চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে সন্ধিরের জামিনের আবেদন খারিজ হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

saradha rajat sandhir
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE