প্রকাশ্যে এক ব্যক্তিকে গুলি করে খুন করল এক দুষ্কৃতী। সোমবার রাতে হাওড়ার ১০ নম্বর পি এস বস্তি লেনের ঘটনা। নিহত ওই ব্যক্তি সিটিসি-র কর্মী বলে জানা গিয়েছে। নাম ইফতেকার আহমেদ (৩২)। ঘটনাস্থল থেকে ঢিল ছোড়া দূরত্বেই শিবপুর থানা। ঘটনার সময় পুলিশ সামনে দাঁড়িয়ে থাকলেও কোনও ব্যবস্থা নেয়নি বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই দিন রাতে স্থানীয় একটি দোকানে খাবার কিনতে গিয়েছিলেন ইফতেকার। সেখানে কয়েক জন লোকের সঙ্গে তাঁর বচসা বাধে। সেই সময় হঠাত্ই এক দুষ্কৃতী ইফতেকারকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায় বলে জানিয়েছেন তাঁরা। তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকেরা ইফতেকারকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় মোট পাঁচ জনের নামে অভিযোগ দায়ের করেছে ইফতেকারের পরিবার। মূল অভিযুক্ত চাঁদ মিঞার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। নানা রকম দুষ্কৃতীমূলক কাজকর্মের সঙ্গে জড়িত চাঁদ মিঞা ওই এলাকাতেই জুয়ার ঠেক চালাত বলে অভিযোগ উঠেছে।