Advertisement
Back to
Presents
Associate Partners
Lok Sabha Election 2024

‘রাজ্যে ৩০-এর বেশি আসন পাচ্ছে বিজেপি’, নিজের কেন্দ্র বালুরঘাটে প্রচারে নেমে দাবি সুকান্তের

সুকান্তের দাবি, এ বার বাংলায় একাই ৩০টির বেশি আসন দখল করতে চলেছে বিজেপি। বাংলার কাঁধে ভর করেই দেশে ৪০০ আসনের লক্ষ্যমাত্রাও পূরণ করবেন নরেন্দ্র মোদী বলেও মনে করেন সুকান্ত।

বালুরঘাটে ভোট প্রচারে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার।

বালুরঘাটে ভোট প্রচারে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। — ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
বালুরঘাট শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৪ ১৩:৪৯
Share: Save:

প্রচারে নেমে পড়লেন বালুরঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। রবিবার সকালে ঘণ্টা দেড়েক জনসংযোগ করেন প্রার্থী। কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে, আড্ডা মারেন বিভিন্ন চায়ের দোকানে, বাজারে। সুকান্তের দাবি, এ বারের লোকসভা ভোটে বাংলায় ৩০টির বেশি আসন পাবে।

নিজের পাড়ায় প্রচারে নামলেন সুকান্ত। বালুরঘাটে রবিবার মানেই বাজারে তিলধারণের জায়গা থাকে না। স্থানীয় মানুষ সুকান্ত তাই প্রচার শুরুর দিন হিসাবে বেছে নিয়েছিলেন রবিবারকেই। সকাল সাড়ে ৯টা নাগাদ দলবল নিয়ে প্রচারে বেরোন সুকান্ত। একটানা জনসংযোগ চলে সকাল ১১টা পর্যন্ত। নিজের জয়ের ব্যাপারে আশাবাদী সুকান্তের দাবি, এ বার বাংলায় ৩০টির বেশি আসন একাই দখল করতে চলেছে বিজেপি। বাংলার কাঁধে ভর করেই দেশে ৪০০ আসনের লক্ষ্যমাত্রাও পূরণ করবেন নরেন্দ্র মোদী বলেও মনে করেন সুকান্ত।

২০২৪ লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দিল্লিবাড়ির লড়াই' -এর পাতায়।

চোখ রাখুন

সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী— সকলের সঙ্গেই কথা বলেন সুকান্ত। তাঁদের পরিকল্পনা কি? কী পেতে চান আগামিদিনে? সেই বিষয়েও শুনতে চান সাধারণ মানুষের কাছে। সুকান্তকে হাতের কাছে পেয়ে বালুরঘাটের সাধারণ মানুষ তাদের অভাব-অভিযোগ, দাবির কথা জানান। তিনি স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করেন যে, বালুরঘাটে যে সমস্ত সমস্যা তারা প্রকাশ্যে আনলেন, সেগুলি নতুন সরকার গঠিত হওয়ার পর আলোচনা হবে এবং সমস্যার সমাধানের চেষ্টা হবে। গত লোকসভা নির্বাচনে অর্পিতা ঘোষকে হারিয়েছিলেন সুকান্ত। জয়ের ব্যবধান ছিল ৩০ হাজারের বেশি। এ বার বালুরঘাট থেকেই অন্তত পঞ্চাশ হাজার ভোটের লিড নেবেন বলে আশাবাদী তিনি।

রবিবাসরীয় প্রচারে বালুরঘাটে অন্য কোনও রাজনৈতিক দলকে পথে দেখা যায়নি। তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র তাঁর কর্মী-সমর্থকদের সঙ্গে বৈঠক করেন নিজের বাসভবনে। বামফ্রন্টের তরফ থেকে আরএসপি প্রার্থীর নাম ঘোষণা হলেও এখনও বামপন্থীদের সে ভাবে প্রচারে নামতে দেখা যায়নি।

২০২৪ লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দিল্লিবাড়ির লড়াই' -এর পাতায়।

চোখ রাখুন

অন্য বিষয়গুলি:

Lok Sabha Election 2024 Sukanta Majumdar BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE