E-Paper

কর্মীদের গ্রেফতারির প্রতিবাদে অবরোধ, ধৃত বিজেপি প্রার্থী

প্রতিবাদে লেক থানা ঘেরাও করেন বিজেপি কর্মীরা। তার পরেও ধৃতদের না ছাড়ায় রাতে দেবশ্রীর নেতৃত্বে ঢাকুরিয়া সেতু অবরোধ করেন বিজেপি কর্মী-সমর্থকেরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৪ ০৭:০৫

—প্রতীকী চিত্র।

দলীয় কর্মীদের গ্রেফতারির প্রতিবাদে ঢাকুরিয়ার শ্রী চৈতন্য মহাপ্রভু সেতুতে বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার হলেন কলকাতা দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী।
ঘটনার সূত্রপাত শুক্রবার দুপুরে। এ দিন সেলিমপুরে বিজেপির দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলা অফিসের সামনে থেকে দলীয় পতাকা ও অন্য প্রচার সামগ্রী খুলে দেন পুলিশ এবং নির্বাচন কমিশনের কর্মীরা। প্রতিবাদে দফতর থেকে বেরিয়ে আসেন উপস্থিত কর্মী-সমর্থকেরা। তাঁরা বচসায় জড়ান পুলিশ ও নির্বাচন কমিশনের কর্মীদের সঙ্গে। পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করলে কর্তব্যরত সরকারি কর্মচারীদের কাজে বাধাদানের অভিযোগে পাঁচ জনকে ঘটনাস্থলে গ্রেফতার করে পুলিশ।

প্রতিবাদে লেক থানা ঘেরাও করেন বিজেপি কর্মীরা। তার পরেও ধৃতদের না ছাড়ায় রাতে দেবশ্রীর নেতৃত্বে ঢাকুরিয়া সেতু অবরোধ করেন বিজেপি কর্মী-সমর্থকেরা। দেবশ্রী বলেন, “কেন এক জন সাংসদকে, এক জন কেন্দ্রীয় মন্ত্রীকে রাস্তায় বসতে হল? গণতন্ত্রের কণ্ঠ যাতে রুদ্ধ না হয়, তাই আমি লড়াই করছি। মানুষের অসুবিধার জন্য দুঃখিত। কিন্তু পুলিশ আমাদের কোনও কথা শুনছে না। যে মুহূর্তে পুলিশ আমাদের কর্মীদের ছেড়ে দেবে, আমিও অবরোধ তুলে নেব।” পুলিশ বার বার অনুরোধ করা সত্ত্বেও অবরোধ না তোলায় রাতেই গ্রেফতার করা হয় দেবশ্রীকে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

arrest BJP Candidate Lok Sabha Election 2024 south kolkata

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy