প্রার্থীপদ ঘোষণার পর রবিবার থেকেই নির্বাচনী প্রচারের প্রাথমিক কাজে নেমে পড়লেন রানাঘাটের সাংসদ তথা বিজেপির ঘোষিত প্রার্থী জগন্নাথ সরকার। সেই সঙ্গে দাবি করলেন, এবার জয়ের ব্যবধান তাঁর পক্ষে দ্বিগুণ হবে। পাল্টা চ্যালেঞ্জ জানিয়েছে তৃণমূলও।
গত লোকসভা ভোটে রানাঘাটে বিজেপি প্রার্থী কে হবেন তা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছিল। জট কাটাতে অপেক্ষা করতে হয়েছিল মনোনয়নের শেষ পর্ব পর্যন্ত। জগন্নাথ সরকার যখন প্রার্থী হয়েছিলেন তারপর হাতে সময় পেয়েছিলেন মাত্র সপ্তাহ দুয়েক। তার বহু আগেই মাঠে নেমে পড়েছিল তৃণমূল, সিপিএম। যদিও শেষ হাসি হেসেছিলেন জগন্নাথই। বিজেপির জয় এসেছিল প্রায় ২ লক্ষ ৩৩ হাজার ভোটের ব্যবধানে। এবার ভোটের দিন ঘোষণার বহু আগেই প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। শনিবার রানাঘাট আসনের জন্য ঘোষণা হয়েছে ফের জগন্নাথ সরকারের নাম। রবিবার সকালে শান্তিপুর ব্লকের আড়পাড়ায় নিজের গ্রাম থেকেই নির্বাচনী প্রচার শুরু করলেন জগন্নাথ। নিজের হাতেই লিখলেন দেওয়াল। ইতিমধ্যেই একাধিক দেওয়াল বিজেপির নেতা-কর্মীরা দখল করার পাশাপাশি বিজেপিকে ভোট দিয়ে জয়ী করার আবেদনও লিখে রেখেছেন। শুধু দলীয় প্রতীক আঁকা ও প্রার্থীর নাম লেখাই বাকি ছিল। এদিন সেই কাজে হাত লাগান জগন্নাথ। পরে বাজার এবং আশপাশের কিছু এলাকা ঘুরে জনসংযোগের কাজ সারেন তিনি।
এদিনই চাকদহে এক বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগ ওঠে। সেখানে ওই দলীয় কর্মীর বাড়িতে যান জগন্নাথ। পরে গাজনায় একটি সংবর্ধনা সভায় যোগ দেন। সেখানে জনসংযোগ সারেন। গত বার সবার শেষে প্রচারে নেমেও বাজিমাত করেছিলেন। এবার সবার আগেই নেমে পড়লেন তিনি। আত্মবিশ্বাসী জগন্নাথ এদিন বলেন, ‘‘গতবার প্রচারের জন্য অল্প সময় পেয়েছিলাম। এবার অনেক আগেই নেমে পড়েছি। জয়ের ব্যবধান এবার দ্বিগুণ হবে।"
পাল্টা তৃণমূলের রানাঘাট সংগঠনিক জেলা সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায় দাবি করেন, "রানাঘাট লোকসভা এবার আমরা পুনরুদ্ধার করব। লক্ষাধিক ভোটে জয় আসবে। চ্যালেঞ্জ রইল।"
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)