Advertisement
Back to
Presents
Lok Sabha Election 2024

প্রায় ফাঁকা রাস্তায় হল নায়ক-প্রার্থীর রোড শো

চৈত্রের চড়া রোদে এখন হাঁসফাঁস দশা। পারদ ক্রমশ বাড়ছে। এরই মধ্যে সোমবার ঘাটালের মনোহরপুর এলাকায় দেবের প্রচার ছিল। এলাকাটি বিজেপি প্রভাবিত।

ঘাটালের গোপ মহল এলাকায় দেবের প্রচারের সময় প্রায় ফাঁকা ছিল রাস্তা।

ঘাটালের গোপ মহল এলাকায় দেবের প্রচারের সময় প্রায় ফাঁকা ছিল রাস্তা। ছবি: কৌশিক সাঁতরা

নিজস্ব সংবাদদাতা
ঘাটাল     শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৪ ০৬:১৯
Share: Save:

দেবের প্রচার কর্মসূচিতে এ বার প্রথম থেকেই সমন্বয়ের অভাব চোখে পড়ছে। তার জেরে তারকার পথসভা কিংবা রোড শোয়েও ভিড় হচ্ছে না অনেক জায়গা তেই। সোমবার ঘাটালে ফের সেই ছবি সামনে এল।

এ দিন ঘাটালের মনোহরপুর-২ পঞ্চায়েত এলাকায় দেবের রোড শো ছিল।হুড খোলা গাড়িতে ছিলেন নায়ক। তবে কাযর্ত ফাঁকা রাস্তাতেই ছুটল দেবের সেই প্রচার গাড়ি। একটা সময় হুড খোলা গাড়ি থেকে নেমে অন্য গাড়িতে উঠে এলাকা ছাড়ছেন ঘাটালে তৃণমূলের তারকা প্রার্থী।

২০২৪ লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দিল্লিবাড়ির লড়াই' -এর পাতায়।

চোখ রাখুন

চৈত্রের চড়া রোদে এখন হাঁসফাঁস দশা। পারদ ক্রমশ বাড়ছে। এরই মধ্যে সোমবার ঘাটালের মনোহরপুর এলাকায় দেবের প্রচার ছিল। এলাকাটি বিজেপি প্রভাবিত। গত পঞ্চায়েত নিবার্চনে মনোহরপুরের দু’টি গ্রাম পঞ্চায়েতই বিজেপি দখল করেছে। তারপরেও এ দিন তৃণমূলের তারকা প্রার্থীর প্রচার ঘিরে নেতৃত্বদের গা ছাড়া মনোভাব নিয়ে প্রশ্ন উঠেছে দলের অন্দরে। কর্মীদের বক্তব্য, তারকা প্রার্থীর প্রচার সফল করতে দলের জেলা ও ব্লক নেতৃত্বের তৎপরতা দেখা যাচ্ছে না। যতটা উদ্যোগী হওয়া জরুরি ছিল, তা দেখা যায়নি। নেতৃত্বদের সমন্বয়ের অভাবেই রোড শো কার্যত ফ্লপ হচ্ছে বলে তৃণমূলের একাংশের মত।

দিন কয়েক আগে ঘাটালে উত্তরের বিভিন্ন এলাকাতেও দেবের প্রচারে ভিড় তেমন হয়নি। দাসপুর-২ ব্লক এলাকাতেও বিক্ষিপ্ত ভাবে সমন্বয়ের অভাবে দেখা গিয়েছে। এ ব্যাপারে তৃণমূলের ঘাটাল সাংগাঠনিক জেলা সভাপতি আশিস হুতাইতের ব্যাখ্যা, “আসলে ঘাটালে এত সভা সমিতি হচ্ছে, মানুষ তিতিবিরক্ত। তাই কোথাও কোথাও লোক কম হচ্ছে।

দেবের প্রতিপক্ষ পদ্ম প্রার্থী হিরণ দাসপুরে বাড়ি ভাড়া নিয়ে থাকছেন।নিয়ম করেই সকাল-বিকেল এলাকায় চষে বেড়াচ্ছেন। দেবও ঘেমেনেয়েই পৌঁছচ্ছেন মানুষের কাছে। এ দিন ঘাটালের মনোহরপুর-২ গ্রাম পঞ্চায়েতের গোপমহল থেকেতাঁর রোড শো শুরু হয়। সেখানে ভিড় ছিল না বলে অভিযোগ। গাড়ি খানিক এগোতেই দেখা যায় রাস্তা পুরো ফাঁকা।দেব তখন গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করেন। তারপর জেলা সভাপতির গাড়িতে উঠে সোজা চলে যান মনোহরপুর বাজারে। সেখানে জনসংযোগ সেরে ঘাটাল ছাড়েন দেন। বাজারে আখের রস খান। তারপর যান দাসপুর-২ ব্লকের খাঞ্জাপুরের শ্রীরামনগরে। সেখানে পথসভা করেন।তারপর কামালপুর এলাকার কেশপচক এবং জোতকানুরামগড়ে প্রচার সেরে কেশপুর রওনা দেন।

আজ, মঙ্গলবার ঘাটাল শহরে প্রচার করবেন দেব। ঘাটাল শহরে প্রচারের প্রথম দিনে মিছিল ছাড়া সে ভাবে প্রচার করেনি বিদায়ী সাংসদ। মঙ্গলবার ঘাটাল পুর শহরের পশ্চিম অংশে সকাল থেকে রোড শো করবেন তিনি।

২০২৪ লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দিল্লিবাড়ির লড়াই' -এর পাতায়।

চোখ রাখুন

অন্য বিষয়গুলি:

Lok Sabha Election 2024 Dev
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE