শপথ গ্রহণের পর নতুন মন্ত্রীরা। ছবি: পিটিআই।
রবিবার তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন নরেন্দ্র মোদী। এর পর একে একে শপথ নিলেন তাঁর মন্ত্রিসভার ৩০ জন পূর্ণমন্ত্রী এবং ৪১ জন প্রতিমন্ত্রী (পাঁচ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত-সহ)। এর মধ্যে মহিলা মন্ত্রীর সংখ্যা সাত। যা আগের মোদী মন্ত্রিসভার তুলনায় কম। যে ৭১ জন মন্ত্রী শপথ নিলেন তাঁর মধ্যে ১১ জন এনডিএ-র অ-বিজেপি সহযোগী দলের। এঁদের মধ্যে পাঁচ জন পূর্ণমন্ত্রী। ছ’জন প্রতিমন্ত্রী। মোদীর নিজের রাজ্য গুজরাত থেকে পাঁচ জন মন্ত্রী হলেন।
কোন রাজ্য থেকে কত জন মন্ত্রী শপথ দেখে নিন এক নজরে—
গুজরাত- অমিত শাহ, এস জয়শঙ্কর, মনসুখ মান্ডবীয়, সিআই পাতিল, নিমুবেন বাম্ভানিয়া।
ওড়িশা- ধর্মেন্দ্র প্রধান, জুয়েল ওরাওঁ, অশ্বিনী বৈষ্ণব।
কর্নাটক- নির্মলা সীতারামন, এইচডি কুমারস্বামী, প্রহ্লাদ জোশী, শোভা করন্দলজে, ভি সোমান্না।
মহারাষ্ট্র- পীযূষ গয়াল, নিতিন গডকড়ী, প্রতাপ রাও যাদব, রক্ষা খাড়সে, রামদাস অঠওয়ালে, মুরলীধর মহল।
গোয়া- শ্রীপদ নায়েক।
জম্মু-কাশ্মীর- জিতেন্দ্র সিংহ।
হিমাচলপ্রদেশ- জে পি নড্ডা।
মধ্যপ্রদেশ- শিবরাজ সিংহ চৌহন, জ্যোতিরাদিত্য শিন্ডে, সাবিত্রী ঠাকুর, বীরেন্দ্র কুমার, দুর্গাদাস উইকে।
উত্তরপ্রদেশ- রাজনাথ সিংহ, জয়ন্ত চৌধরি, জিতিন প্রসাদ, পঙ্কজ চৌধরি, বিএল বর্মা, হরদীপ সিংহ পুরী, অনুপ্রিয়া পটেল, কমলেশ পাসোয়ান, এসপি সিংহ বঘেল, কীর্তিবর্ধন সিংহ।
বিহার- চিরাগ পাসোয়ান, গিরিরাজ সিংহ, জিতনরাম মাঝিঁ, রামনাথ ঠাকুর, লালন সিংহ, নিত্যানন্দ রাই, রাজভূষণ চৌধরি, সতীশ দুবে।
অরুণাচলপ্রদেশ- কিরেন রিজিজু।
রাজস্থান- গজেন্দ্র সিংহ শেখাওয়াত, অর্জুনরাম মেঘাওয়াল, ভূপেন্দ্র যাদব, ভগীরথ চৌধরি।
হরিয়ানা- এম এল খট্টর, রাও ইন্দ্রজিৎ সিংহ, কৃশান পাল গুর্জর।
কেরল- সুরেশ গোপী, জর্জ কুরিয়ান।
তেলঙ্গানা- জি কিশান রেড্ডি, বন্দি সঞ্জয় কুমার।
তামিলনাড়ু- এল মুরুগান।
ঝাড়খণ্ড- চন্দ্রশেখর চৌধরি, অন্নপূর্ণা দেবী, সঞ্জয় শেঠ।
ছত্তীসগঢ়- তোখান সাহু।
অন্ধ্রপ্রদেশ- চন্দ্রশেখর পেম্মাসানি, রামমোহন নায়ডু কিঞ্জারাপু, শ্রীনিবাস বর্মা।
পশ্চিমবঙ্গ- শান্তনু ঠাকুর, সুকান্ত মজুমদার।
পঞ্জাব- রভনীত সিংহ বিট্টু।
অসম- সর্বানন্দ সোনোয়াল, পবিত্র মারঘেরিতা।
উত্তরাখণ্ড- অজয় টামটা
দিল্লি- হর্ষ মালহোত্র।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy