লোকসভা নির্বাচনের প্রচারে ফের রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব ঠিক থাকলে আগামী ১৬ এপ্রিল উত্তরবঙ্গে জোড়া সভা করার কথা তাঁর। বিজেপি সূত্রের খবর, প্রথমে রায়গঞ্জ ও মালদহ দক্ষিণ কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে রায়গঞ্জে সভা করার কথা প্রধানমন্ত্রীর। এর পরে বালুরঘাটে মোদীর সভা মালদহ উত্তর ও বালুরঘাট কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে। লোকসভা নির্বাচন ঘোষণার আগেই রাজ্যের চার জায়গায় সভা করেছিলেন প্রধানমন্ত্রী। নির্বাচন ঘোষণার পরে কোচবিহারের ও জলপাইগুড়িতে দু’টি সভা হয়েছে তাঁর। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কেন্দ্র বালুরঘাটে সদ্যই সভা করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)