Advertisement
Back to
Suvendu Adhikari-Udayan Guha

আমার হাত ধরে বিজেপিতে আসতে চেয়েছিলেন উদয়ন! দাবি শুভেন্দুর, শুনে কী বলছেন রাজ্যের মন্ত্রী?

গত বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। কোচবিহারে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে প্রচারে গিয়ে এমনই দাবি করলেন শুভেন্দু অধিকারী।

উদয়ন গুহ এবং শুভেন্দু অধিকারী।

উদয়ন গুহ এবং শুভেন্দু অধিকারী। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কোচবিহার শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৪ ১৬:৪৭
Share: Save:

গত বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। কোচবিহারে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে প্রচারে গিয়ে এমনই দাবি করলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার দাবি, পূর্ব বর্ধমানের বিদায়ী সাংসদ সুনীল মণ্ডলের সল্টলেকের সরকারি ফ্ল্যাটে হওয়া একটি বৈঠকে তাঁর হাত ধরে বিজেপিতে যোগদান করার ইচ্ছা প্রকাশ করেছিলেন উদয়ন। এ নিয়ে শুভেন্দুকে পাল্টা বিঁধেছেন মন্ত্রীও।

সোমবার কোচবিহারের রাসমেলা ময়দানে সভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তার পরেই দিনহাটায় সভা করেন শুভেন্দু। সংহতি ময়দানের সভা থেকে উদয়নকে ‘লম্পট’ বলে কটাক্ষ করেছেন তিনি। বিরোধী দলনেতা বলেন, ‘‘এখানে একটা লম্পট আছেন, যিনি ভাইপোর পদলেহন করতে গিয়ে নিজের বাবাকেও চোর বলেছেন। তিনি নাকি বলেছেন আমি দিনহাটায় এলে বেঁধে পেটাবেন। আমিও চ্যালেঞ্জ করছি, কোথায় যেতে হবে বলুন। সেখানেই যাব। দেখি আপনার কত বড় ক্ষমতা। আপনি যদি কমল গুহ বাবুর সুপুত্র হয়ে থাকেন, দড়িটা আনুন। আমি যাচ্ছি। এই সব কাগুজে বাঘদের সোজা করতে বেশি দিন লাগে না।’’

শুভেন্দুর দাবি, ‘‘২০২১ সালের ভোটের আগে এই উদয়ন গুহ আমার হাত ধরেছিলেন বিজেপিতে ঢোকার জন্য। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে সুনীল মণ্ডলের সল্টলেকের সরকারি ফ্ল্যাটে। বলে দিয়ে গেলাম। অস্বীকার করতে পারলে করুন। আমি কথা দিয়ে গেলাম, এই উদয়ন গুহ আর বিশু ধর— এই দু’জনের জন্য বিজেপির দরজা চিরকালের জন্য বন্ধ থাকবে।’’

বিরোধী দলনেতার এই মন্তব্যের প্রেক্ষিতে উদয়ন বলেন, ‘‘প্রচন্ড গরমে হয় ওর (শুভেন্দু অধিকারীর) মাথা খারাপ হয়েছে। না হলে গাঁজা খেয়েছে!’’ মমতার সভার জন্য তাঁকে সভাস্থলে ৩০ কিলোমিটার ঘুরে যেতে হয়েছে বলেও অভিযোগ করেছেন শুভেন্দু। তার প্রেক্ষিতে মন্ত্রী বলেন, ‘‘সিএমের সভা হচ্ছে। প্রচুর ভিড়। রাস্তা বন্ধ। চারিদিকে লোকজন। সেই সময় যদি কোনও অঘটন ঘটে যেত, তা হলে তো চিৎকার করে ফাটিয়ে দিত। পুলিশ-প্রশাসন নিজের কাজ করেছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE