Advertisement
০৭ মে ২০২৪

ব্যর্থতা স্বীকার অধীরের, সূর্য বললেন, সমঝোতা করেছে তৃণমূল-বিজেপি

মানুষ জোটকে প্রত্যাখ্যান করেছেন। অজুহাত খাড়া করে লাভ নেই। পরাজয়ের দায় মাথায় নিয়ে এমনটাই বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। আর সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বললেন লড়াই জারি থাকবে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ মে ২০১৬ ১৯:৫৯
Share: Save:

মানুষ জোটকে প্রত্যাখ্যান করেছেন। অজুহাত খাড়া করে লাভ নেই। পরাজয়ের দায় মাথায় নিয়ে এমনটাই বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। আর সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বললেন লড়াই জারি থাকবে।

গণনা যখন মাঝপথে, তখনই ফলাফলের গতিপ্রকৃতি বুঝে গিয়েছিল বাংলা। অধীর চৌধুরী দুপুরের দিকেই সাংবাদিক বৈঠকে বসেন প্রদেশ কংগ্রেস সদর দফতরে। পরাজয় স্বীকার করে অধীর বলেন, ‘‘আমাদের হার হয়েছে। হার মেনে নিচ্ছি। কোনও অজুহাত খাড়া করব না। মানুষ জোটকে বিশ্বাস করেনি। মমতা বন্দ্যোপাধ্যায়কেই বিশ্বাস করেছে।’’ পরাজয়ের দায় কি অধীর নিজের মাথায় নেবেন? এই প্রশ্নের উত্তরে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, ‘‘কীসের দায়। মানুষের কথা ভেবেই জোট করেছিলাম। আমরা জিততে পারিনি। কিন্তু তাতে দায় নেওয়ার কী হয়েছে?’’

মানুষ জোটকে প্রত্যাখ্যান করেছে বলে স্বীকার করলেও তৃণমূলের বিরুদ্ধে প্রকারান্তরে টাকা তোলার অভিযোগ তোলেন তিনি। অধীর বলেন, ‘‘আগে ছিল মাসল পাওয়ার, ম্যান পাওয়ার। এখন এসেছে মানি পাওয়ার। সবাই দেখেছে সরকার নির্বাচনে টাকা ঢেলেছে। তদন্ত হলেই সব খোলসা হবে।’’ ভোট অবাধ হয়েছে বলেও মানতে রাজি হননি অধীর তিনি বলেন, ‘‘নির্বাচনের সময় হয়তো বুথে ভয় দেখাতে পারেনি। ভোটের দিন হয়তো ভয় দেখাতে পারেনি। কিন্তু তার আগে কী হয়েছে? বুথের বাইরে গ্রামে গ্রামে কী হয়েছে?’’ গ্রামে গ্রামে সন্ত্রাসের পরিবেশ তৈরি করে তৃণমূল আগেই থেকেই ভোট অবাধ হতে না দেওয়ার ক্ষেত্র তৈরি করে রেখেছিল বলে অধীরের দাবি।

সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র দলের রাজ্য দফতরে বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক বৈঠক করেন। নির্বাচনে জোটের ভরাডুবি সম্পর্কে তিনি কোনও মন্তব্য করতে অবশ্য রাজি হননি। তিনি বলেন, ‘‘ভোটের ফল প্রকাশ হতেই নতুন করে হিংসা শুরু হয়েছে। রাজ্যজুড়ে আমাদের কর্মী-সমর্থকরা আক্রান্ত হচ্ছেন। ধৈর্যের সঙ্গে সব রকম পরিস্থিতির মোকাবিলা করার জন্য আমরা প্রস্তুত থাকছি।’’ ভরাডুবি হয়েছে কি না, সে প্রসঙ্গে না গিয়ে, সূর্যবাবু এ দিন বলেন, ‘‘যাঁরা আমাদের সমর্থন করেছেন, তাঁদেরকে আমরা কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।’’ পরাজয়ের কারণ কী, তা নিয়ে কোনও মন্তব্য করেননি সিপিএম রাজ্য সম্পাদক। দলীয় বৈঠকে সে নিয়ে কাটাছেঁড়ার পরই তা নিয়ে মন্তব্য করা হবে বলে তিনি জানান। তবে সূর্যকান্ত মিশ্রের দাবি, তৃণমূল আর বিজেপির মধ্যে গোপন সমঝোতা হয়েছিল। বিজেপির ভোট তৃণমূলের দিকে যাওয়ার রহস্যও সেখানেই লুকিয়ে বলে সূর্যকান্ত মিশ্রের ইঙ্গিত। তিনি বলেন, ‘‘বিজেপি-তৃণমূল নিজেদের মধ্যে গোপন সমঝোতা করেছিল। ভোটের আদানপ্রদান হয়েছে। অন্তত ১০-১২টা আসনে ভোট দেওয়া হয়েছে। খড়্গপুর হল সে রকমই একটি আসন। আরও অনেক জায়গায় এ রকম হয়েছে।’’

কংগ্রেসের সঙ্গে জোট করে লাভ হয়েছে না ক্ষতি, সে নিয়ে কোনও মন্তব্য করতে চাননি সূর্যকান্ত। অধীর চৌধুরী অবশ্য সে নিয়ে উত্তর এড়িয়ে যাননি। তিনি বলেন, ‘‘জোট করেও আমরা জিততে পারিনি, সে আমাদের ব্যর্থতা। কংগ্রেসের ফল তবুও কিছুটা ভাল। বামেদের ফল খারাপ হয়েছে। কংগ্রেসের সঙ্গে জোট করা ভুল হয়েছে বলে বলে তাঁরা মনে করছেন কি না, সে কথা তাঁদেরই জিজ্ঞাসা করুন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE