Advertisement
১৬ এপ্রিল ২০২৪
CPIM

বাম আমলের ‘ক্ষত’ নেতাইয়ের মুখোমুখি হতে চান মধুজা

তবে নেতাই-কাণ্ড নিয়ে মন্তব্য করতে চাননি মধুজা। তাঁর যুক্তি, ‘বিষয়টি বিচারাধীন’।

ঝাড়গ্রামে ভোট প্রচারে বামপ্রার্থী মধুজা সেন রায়।

ঝাড়গ্রামে ভোট প্রচারে বামপ্রার্থী মধুজা সেন রায়। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ঝাড়গ্রাম শেষ আপডেট: ০৭ মার্চ ২০২১ ০০:৪৫
Share: Save:

ভোট প্রচারে নেতাইয়ের মুখোমুখি হতে চান বামপ্রার্থী মধুজা সেন রায়। শনিবার ঝাড়গ্রাম কেন্দ্রে প্রচার শুরু করেন মধুজা। জনসংযোগের পাশাপাশি আক্রমণ শানান রাজ্যের শাসকদলকে। নেতাইয়ে যেতে চাইলেও, গুলি চালনার ঘটনা নিয়ে প্রশ্ন এড়িয়ে গিয়েছেন বামপ্রার্থী।

শনিবার ঝাড়গ্রামের ঝাড়গ্রাম শহরের বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন মধুজা। তৃণমূলকে বিঁধে মধুজার অভিযোগ, ‘‘ঝাড়গ্রামে গত ১০ বছরে কোনও উন্নয়ন হয়নি। শুধু কয়েকটি বিল্ডিং রং করা হয়েছে।’’ ভোটে জিতলে এলাকার উন্নয়নে জোর দেবেন বলে জানিয়েছেন তিনি। ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের মধ্যেই রয়েছে লালগড়ের নেতাই। জনসংযোগের জন্য নেতাইয়ের বাসিন্দাদের মুখোমুখি হবেন বলে জানিয়েছেন ওই বামপ্রার্থী। তবে নেতাই-কাণ্ড নিয়ে মন্তব্য করতে চাননি মধুজা। তাঁর যুক্তি, ‘বিষয়টি বিচারাধীন’।

মধুজার মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূলের লালগড় ব্লকের সভাপতি শ্যামল মাহাতো বলেন, ‘‘গণতান্ত্রিক দেশে সব জায়গায় সকলের যাওয়ার অধিকার রয়েছে। তবে নেতাই গ্রামের মানুষ বামেদের কতটা তাদের গ্রহণ করবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। ওই গ্রামের মানুষদের কাছে ওই দিনের স্মৃতি আজও তরতাজা রয়েছে।’’

প্রসঙ্গত, ২০১১ সালের ৭ জানুয়ারি নেতাইয়ে ৪ মহিলা-সহ ১৩ জন গ্রামবাসীকে খুনের অভিযোগ ওঠে সিপিএমের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে। ওই ঘটনায় ভুল স্বীকারও করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jhargram CPIM
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE