আগামী শনিবার চতুর্থ দফার ভোটগ্রহণ হবে কলকাতার একটি অংশে। সেই ভোট-পর্ব শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার জন্য বাহিনীকে নির্দেশ দিল লালবাজার। লালবাজার সূত্রের খবর, ভোটে গোলমালের আশঙ্কা রয়েছে এমন জায়গায় আজ, বৃহস্পতিবার থেকেই পুলিশি নজরদারি বাড়ানো হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন এলাকায় নজরদারি চালাতে ডিভিশনের ডিসি ছাড়াও অন্য ডিসিদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। ভোটের দু’দিন আগে থেকেই পুলিশ পিকেট বসানো হচ্ছে।
জেলা পুলিশ লাগোয়া এলাকায় ওই দিন ভোট বলে সন্দেহজনক গাড়ি দেখলেই তল্লাশি চালানো হচ্ছে। শহরের ৪০টি জায়গায় কড়া ভাবে নাকা-তল্লাশি চালাতে বাহিনীর কর্তাদের নির্দেশ দিয়েছে লালবাজার।
চতুর্থ দফায় কলকাতা পুলিশ এলাকার পাঁচটি বিধানসভা কেন্দ্র— যাদবপুর, টালিগঞ্জ, কসবা, বেহালা পূর্ব এবং বেহাল পশ্চিমের ভোট রয়েছে শনিবার। মেটিয়াবুরুজ ও ভাঙড় বিধানসভা কেন্দ্রের যে অংশ কলকাতা পুলিশ এলাকার অন্তর্গত, সেখানেই ওই দিন ভোটগ্রহণ হবে। লালবাজার জানিয়েছে, চতুর্থ দফায় কলকাতা পুলিশ এলাকায় মোট ভোটগ্রহণ কেন্দ্র ২৩৪৩টি এবং বুথের সংখ্যা ৭২১টি। এর মধ্যে মহিলা পরিচালিত ভোটগ্রহণ কেন্দ্র ৫৩ এবং বুথের সংখ্যা ২৪৪।