রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের পর্যালোচনায় বসছেন মুখ্য নির্বাচনী কমিশনার নসীম জৈদী। আগামী ২৮ মার্চ সকালে কমিশনের ফুল বেঞ্চ রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি, আয়কর বিভাগের প্রধান এবং মুখ্য নির্বাচনী অফিসারের সঙ্গে ভোটপ্রস্তুতি নিয়ে ভিডিও কনফারেন্স করবে। মূল আলোচ্য বিষয় হবে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি। আলোচনায় প্রতিবেশী রাজ্যগুলির প্রশাসনিক কর্তাদেরও থাকতে বলা হয়েছে। আন্তর্জাতিক সীমান্ত এবং রাজ্যের সীমানায় যাতে কঠোর প্রহরার ব্যবস্থা থাকে, তা নিয়েও প্রতিবেশী রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হবে। কমিশনের এক কর্তা জানান, ১৪-১৫ মার্চ কলকাতায় ফুল বেঞ্চের বৈঠকের সময় সরকার জানিয়েছিল, তখনও ৩১ হাজার দাগি অপরাধীকে ধরা যায়নি। তার প্রায় এক সপ্তাহ পর সোমবার দেখা গিয়েছে, এই সময়ে আরও তিন হাজার দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। কমিশনের এক কর্তা বলেন, ‘‘এখনও হাজার-হাজার অপরাধী বাইরে ঘুরে বেড়াচ্ছে। তাদের ভোটের আগেই গ্রেফতার করতে হবে বলে আবার নির্দেশ দেওয়া হয়েছে।’’ সরকারি সূত্রের খবর, গত কয়েক দিনে বিভিন্ন জেলা থেকে ১২৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে দেড়শো কিলোগ্রাম বিস্ফোরক।