জেলা সিপিএম নেতৃত্বকে সঙ্গে নিয়ে তৃণমূলের বিরুদ্ধে অস্ত্র শানাতে শুরু করে দিলেন চাঁপদানির কংগ্রেস প্রার্থী আব্দুল মান্নান। আটচল্লিশ ঘণ্টা আগেই কংগ্রেস নেতৃত্ব এই কেন্দ্রে প্রাক্তন বিধায়ক মান্নানের নাম ঘোষণা করেছে। রবিবার বামফ্রন্টের সঙ্গে যৌথ কর্মিসভা করলেন তিনি। মান্নান ছাড়াও উপস্থিত ছিলেন সিপিএমের জেলা সম্পাদক সুদর্শন রায়চৌধুরী, প্রাক্তন সাংসদ শান্তশ্রী চট্টোপাধ্যায়, বৈদ্যবাটির ফরওয়ার্ড ব্লক নেতা গৌতম সরকার প্রমুখ। উপস্থিত ছিলেন কংগ্রেস ও বামফ্রন্টের কয়েকশো কর্মী।
কর্মিসভা শুরুর আগে মান্নান বলেন, ‘‘গত পাঁচ বছরে তৃণমূলের অপশাসন এবং সন্ত্রাসে সাধারণ মানুষ বীতশ্রদ্ধ। তাই বামপন্থীদের সঙ্গে হাত মিলিয়ে এই সরকারকে উৎখাত করার চেষ্টা করতে হবে আমাদের। যাতে মানুষ সুশাসন পান।’’ সুদর্শনবাবুর কথায়, ‘‘এটা মানুষের জোট। আমরা অষ্টম বামফ্রন্টের কথা বলছি না। আমরা চাই বামপন্থী ধর্মনিরপেক্ষ প্রগতিশীল গণতান্ত্রিক জোট। এখানে মান্নান সাহেব তারই একটা প্রতীক।’’ ফরওয়ার্ড ব্লক নেতা গৌতমবাবু বলেন, ‘‘মান্নানদা দীর্ঘদিনের কংগ্রেস নেতা। মানুষের সঙ্গে সর্বদা যোগাযোগ রেখে চলেন। তৃণমূলকে হারাতে আমাদের কর্মী-সমর্থকরা ওঁর পাশে থাকবেন।’’
এই কেন্দ্রে মান্নানের প্রতিপক্ষ বিদায়ী তৃণমূল বিধায়ক মুজফফর খান। এ দিন সকালে মুজফফরের সমর্থনে মিছিল করেন স্থানীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মান্নানকে একহাত নিতে ছাড়েননি কল্যাণও। সাংসদের কথায়, ‘‘লোকসভা ভোটে মান্নান চতুর্থ স্থানে ছিলেন। এ বার কত নম্বরে থাকেন দেখা যাক।’’