Advertisement
০৭ মে ২০২৪

বিজেপিতে গেলেন মুকুল-ঘনিষ্ঠ, লড়বেন ভোটেও

মুকুল রায়ের একদা সহযোগী কর্নেল দীপ্তাংশু চৌধুরী আজ বিজেপিতে যোগ দিলেন। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ঘোষণা করলেন, আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে ভোটে লড়বেন কারগিল যুদ্ধের এই ‘হিরো’।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৬ ২০:৪৬
Share: Save:

মুকুল রায়ের একদা সহযোগী কর্নেল দীপ্তাংশু চৌধুরী আজ বিজেপিতে যোগ দিলেন। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ঘোষণা করলেন, আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে ভোটে লড়বেন কারগিল যুদ্ধের এই ‘হিরো’।

গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর অমিত শাহের উপস্থিতিতে কর্নেল চৌধুরীর নামটি চূড়ান্ত হয়। কিন্তু দলের নেতারা চাইছিলেন, এক বার অমিত শাহের সঙ্গে বৈঠক করে তাঁর নাম ঘটা করে দিল্লিতে ঘোষণা করা হোক। কাল সন্ধ্যায় দিল্লিতে এসেই কর্নেল চৌধুরী দেখা করেন অমিত শাহের সঙ্গে। আজ বিজেপির জগৎপ্রকাশ নাড্ডা, সিদ্ধার্থনাথ সিংহ, রাজ্যবর্ধন রাঠৌরের উপস্থিতিতে তাঁর নাম ঘোষণা করা হয়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যখন মুকুল রায়ের দূরত্ব তৈরি হয়েছিল এবং মুকুল নিজের দল গড়ার প্রস্তুতি নিচ্ছিলেন, সেই সময় কর্নেল চৌধুরী সক্রিয় ভাবে মুকুলের সঙ্গে ছিলেন। আজ তিনি বলেন, মুকুল রায়ের প্রস্তাবিত দলের ইস্তেহার ও অন্যান্য নথি তৈরিতে তিনি ‘পেশাদারি’ সহযোগিতা করেছেন। মুকুলের দল যাতে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ভোটে লড়তে পারে, সেটিও চেয়েছিলেন। কিন্তু পরে মুকুল ও মমতার ঘনিষ্ঠতা বাড়তে থাকায় তিনি দূরত্ব তৈরি করেন। পরে বিজেপিতেই যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।

লোকসভার নিরিখে আসানসোল দক্ষিণ আসনটি বিজেপির জেতা। কিন্তু সেই সময় মোদী-হাওয়া ছিল। এখন পরিস্থিতি অনুকূল নয়। ৪৪ বছরের কর্নেল অবশ্য বলেন, ‘‘যুদ্ধের সময়ও আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হয়, বিজেপিতে আসাও সঠিক সিদ্ধান্ত। কারগিল যুদ্ধের সময় ১৩ হাজার ফুট উচ্চতায় লড়েছি আমরা। ১৯৯৯ সালের ৯মে থেকে ২৩ তারিখ পর্যন্ত সেখানে ছিলাম। পরে ২০০১ সালে ‘অপারেশন পরাক্রম’-এও যোগ দিয়েছি। বিজেপি একটি দল, যারা দেশকে সবার আগে রাখে। নরেন্দ্র মোদী শুধু উন্নয়নের কথা বলেন। তাই বিজেপিতে যোগ দেওয়াই সঠিক সিদ্ধান্ত।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

assembly election 2016 bjp tmc mukul roy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE