Advertisement
০২ মে ২০২৪

দার্জিলিং আছে দার্জিলিংয়েই

এ বারের দার্জিলিং সফরের উদ্দেশ্য অবশ্য নিসর্গ দর্শন নয়। একেবারেই মানুষ দেখতে আসা, তাঁদের জীবনযাপন, আশা-নিরাশা, প্রাপ্তি-অপ্রাপ্তি কাছ থেকে দেখার মধ্যেই তাঁরা কী ভাবে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন, তা-ও বোঝার চেষ্টা করা।

বাদশা মৈত্র
শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৬ ০০:০০
Share: Save:

এ বারের দার্জিলিং সফরের উদ্দেশ্য অবশ্য নিসর্গ দর্শন নয়। একেবারেই মানুষ দেখতে আসা, তাঁদের জীবনযাপন, আশা-নিরাশা, প্রাপ্তি-অপ্রাপ্তি কাছ থেকে দেখার মধ্যেই তাঁরা কী ভাবে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন, তা-ও বোঝার চেষ্টা করা। এরই ফাঁকে কথা বলতে বলতে বোঝা গেল, রাজ্য সরকারের ভুমিকায় গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুঙ্গ ক্ষুব্ধ। একই সঙ্গে হতাশও। তাঁর বক্তব্য, রাজ্য সরকার জিটিএ-কে যে ক্ষমতা দিয়েছিল তা প্রয়োগ করার সুযোগ তাঁরা পাচ্ছেন না। কারণ, রাজ্য সরকারের হস্তক্ষেপ বড় বেশি। বিমল গুরুঙ্গ বলছেন, ‘‘রাজ্যের তৃণমূল সরকার যে টাকা জিটিএ-কে দিয়েছে বলে দাবি করছে, বাস্তবে দিয়েছে তার থেকে অনেক কম। এর হিসেব আমাদের কাছে আছে।’’

দেখুন ভিডিও

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bimal Gurung Badsha Moitra assembly election 2016
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE