Advertisement
০৬ মে ২০২৪

দুই কেন্দ্রে ক্ষোভ, আসরে আলিমুদ্দিন

উত্তর ২৪ পরগনায় দলের প্রার্থী নিয়ে ক্ষোভ সামাল দিতে আসরে নামতে হল আলিমুদ্দিনকেই। তবে রাতারাতি সমস্যার সমাধান বার করা যায়নি। এই পরিস্থিতিতে আজ, শুক্রবার জরুরি বৈঠকে বসছে সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদকমণ্ডলী।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৬ ০৩:৩৭
Share: Save:

উত্তর ২৪ পরগনায় দলের প্রার্থী নিয়ে ক্ষোভ সামাল দিতে আসরে নামতে হল আলিমুদ্দিনকেই। তবে রাতারাতি সমস্যার সমাধান বার করা যায়নি। এই পরিস্থিতিতে আজ, শুক্রবার জরুরি বৈঠকে বসছে সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদকমণ্ডলী।

ভাটপাড়া আসনটি কেন সিপিএম নিজেরা না লড়ে আরজেডি-কে ছেড়ে দিল, তা নিয়ে আলিমুদ্দিনে বিক্ষোভ দেখাতে এসেছিলেন সিপিএমের স্থানীয় কর্মী-সমর্থকদের একাংশ। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সেই বিক্ষোভের সামনে পড়েছিলেন। তিনিই ধমক দিয়ে সে দিন বিক্ষোভকারীদের ফেরত পাঠিয়েছিলেন। কিন্তু তার পরেও এলাকায় সমস্যা মেটেনি। সিপিএম কর্মীদের বড় অংশ ভাটপাড়ায় আরজেডি প্রার্থী নূর মহম্মদের হয়ে প্রচারেও নামেননি। সমাধানের পথ বার করতে বৃহস্পতিবার আলিমুদ্দিনে এসে বুদ্ধবাবু, দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র এবং বিমান বসুর সঙ্গে বৈঠকে বসেন জেলা সম্পাদকমণ্ডলীর দু’জন সদস্য। জেলা সম্পাদক গৌতম দেবও ছিলেন। পাকা কোনও মীমাংসার পথ না বেরোনোয় আজ ফের বৈঠকে বসবেন জেলা সম্পাদকমণ্ডলীর সব সদস্য।

সিপিএম সূত্রের খবর, জট কাটাতে আরজেডি-র তরফে প্রথমে প্রস্তাব দেওয়া হয়েছিল আসনটা তাদের নামে থাক। সেখানে আরজেডি-র নামেই সিপিএমের দেওয়া কাউকে প্রার্থী করা হোক। কিন্তু স্থানীয় সিপিএম নেতৃত্ব এই সূত্র মানতে নারাজ। রাজ্য সিপিএমের কাছে আবার সমস্যা, আলোচনা সাপেক্ষেই বৃহত্তর ঐক্য গড়ে তোলার লক্ষ্যে জে়ডিইউ এবং আরজেডি-কে দু’টি করে আসন ছাড়া হয়েছিল। কিন্তু স্থানীয় সিপিএমের চাপে পরিকল্পনা বদল করতে হলে ভুল বার্তা যেতে পারে। এই জন্যই বিষয়টি নিয়ে ফের ভেবে দেখার জন্য জেলা নেতৃত্বকে পরামর্শ দিয়েছেন রাজ্য সিপিএমের নেতারা।

ভাটপাড়ায় যেমন সিপিএমের বিক্ষোভ চলছে, তেমনই আরজেডি-র জন্য ছেড়ে রাখা আর একটি আসন জোড়াসাঁকোয় লড়ার ঘোষণা করে দিয়েছে কংগ্রেস। আরজেডি-র রাজ্য সভাপতি বিন্দাপ্রসাদ রাইয়ের বক্তব্য, ‘‘দু’পক্ষের সঙ্গে আলোচনা করেই আমাদের জন্য আসন ছাড়া হয়েছিল। কিন্তু এখন যদি এমন পরিস্থিতি হয়, আমরা তা হলে কোনও আসনেই লড়ব না!’’ সমস্যার খবর পেয়ে আরজেডি-র প্রধান লালুপ্রসাদ যাদব পটনায় ডেকে পাঠিয়েছেন বিন্দাকে। সম্ভবত আজ, শুক্রবারই লালুপ্রসাদের সঙ্গে কথা হবে তাঁর।

হিঙ্গলগঞ্জ আসনে সিপিআইয়ের প্রার্থী, বর্তমান বিধায়ক আনন্দ মণ্ডলকেও মানতে চাইছেন না স্থানীয় সিপিএম নেতা-কর্মীরা। ক্ষোভের জেরে জোনাল কমিটি থেকে ইস্তফাও শুরু হয়েছে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সব রকম চেষ্টা চালাচ্ছেন সিপিআই নেতৃত্ব। ঘুষ-কাণ্ডের প্রতিবাদে এ দিন কলকাতা জেলা বামফ্রন্টের মিছিলে সূর্যবাবুর সঙ্গেই ছিলেন সিপিআইয়ের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য প্রবীর দেব। মিছিলের অবসরেই সূর্যবাবুর কাছে প্রবীরবাবু আর্জি জানিয়েছেন, জেলা নেতৃত্বের উপরে ছেড়ে না রেখে তিনি যেন নিজেই বিষয়টিতে হস্তক্ষেপ করেন। হাড়োয়া আসনের প্রার্থী নিয়ে সিপিএমের সমস্যা মেটার ইঙ্গিত অবশ্য এ দিন মিলেছে। নির্দল নয়, ওখানে সিপিএমেরই প্রার্থী হচ্ছেন ইমতিয়াজ হোসেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

assembly election 2016
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE