Advertisement
E-Paper

‘কালকে খাওয়ানোটা দেখছি ফালতুই হল, এখন কেউ হেল্প করছে না’

ভোটারদের লাইন করানো নিয়ে বিভ্রান্তি দিয়ে শুরু হল রাজারহাট-গোপালপুর কেন্দ্রের কিশলয় প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ| ভোর পাঁচটা থেকে স্কুলের বাইরে বিশাল লাইন পড়ে যায়| কিন্তু কেন্দ্রীয় বাহিনী স্কুলের গেট খুলে পার্ট ধরে আলাদা লাইন করায়নি| ভোট শুরু হওয়ার পাঁচ মিনিট আগে গেট খুলে অল্প অল্প করে লোক ঢুকিয়ে ভিতরে লাইন করাতে থাকে| এর পরেই বাইরে তখন প্রবল চিৎকার ও ঠেলাঠেলি শুরু হয়|

রতাঙ্ক ভট্টাচার্য

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৬ ০৮:৫২

ভোটারদের লাইন করানো নিয়ে বিভ্রান্তি দিয়ে শুরু হল রাজারহাট-গোপালপুর কেন্দ্রের কিশলয় প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ| ভোর পাঁচটা থেকে স্কুলের বাইরে বিশাল লাইন পড়ে যায়| কিন্তু কেন্দ্রীয় বাহিনী স্কুলের গেট খুলে পার্ট ধরে আলাদা লাইন করায়নি| ভোট শুরু হওয়ার পাঁচ মিনিট আগে গেট খুলে অল্প অল্প করে লোক ঢুকিয়ে ভিতরে লাইন করাতে থাকে| এর পরেই বাইরে তখন প্রবল চিৎকার ও ঠেলাঠেলি শুরু হয়| ধাক্কাধাক্কি করে পরে এসেও অনেকে আগে ঢুকে পরেন| এই সব নিয়ে কেন্দ্রীয় বাহিনী কিন্তু স্কুলের বাইরের ব্যস্ত| বুথের মুখে রাজ্য পুলিশ লাইন(ওড়িশা পুলিশের লোকও আছেন) নিয়ন্ত্রণ করছেন| বুথের দরজায় দাঁড়িয়ে তখন নির্দল (অভিযোগ বকলমে তৃণমূল) এজেন্ট লোক ডাকছেন, সেই মতো রাজ্য পুলিশ লোক ছাড়ছেন| তবে স্থানীয় এক তৃণমূল নেতার কাছে তাঁর এক শাগরেদকে অনুযোগ করতে শোনা গেল, ‘‘ কালকে খাওয়ানোটা দেখছি ফালতুই হল, এখনও কেই হেল্প করছে না।’’

আরও পড়ুন-আজকের ভোটের তারকা প্রার্থীরা

assembly election 2016 CRPF central force west bengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy