Advertisement
E-Paper

ফ্লেক্সে কালি, মইয়ে লকেট

বিজেপির তারকা প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের প্রচারের ফ্লেক্সে আলকাতরা লেপে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ময়ূরেশ্বর বিধানসভার সিঙ্গারি গ্রামের একটি নিমগাছে প্রধানমন্ত্রী মোদী, দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এবং লকেটের ছবি দিয়ে ফ্লেক্স টাঙানো হয়েছিল। শনিবার সকালে বিজেপি কর্মীরা দেখতে পান, তাতে আলকাতরা লেপে দেওয়া হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৬ ০৩:৩১
ছবি: অনির্বাণ সেন

ছবি: অনির্বাণ সেন

বিজেপির তারকা প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের প্রচারের ফ্লেক্সে আলকাতরা লেপে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ময়ূরেশ্বর বিধানসভার সিঙ্গারি গ্রামের একটি নিমগাছে প্রধানমন্ত্রী মোদী, দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এবং লকেটের ছবি দিয়ে ফ্লেক্স টাঙানো হয়েছিল। শনিবার সকালে বিজেপি কর্মীরা দেখতে পান, তাতে আলকাতরা লেপে দেওয়া হয়েছে। সন্ধ্যায় ওই গ্রামে গিয়ে পুরনোটি নামিয়ে একটি নতুন ফ্লেক্স টাঙানোর ব্যবস্থা করেন লকেট। নিজেই করেন তদারকি।

অন্য দিকে, চার দিন আগে দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ কলকাতায় এসে দাবি করে গিয়েছেন, সারদা-কাণ্ডের এত তথ্য-প্রমাণ পুলিশ নষ্ট করে দিয়েছে যে, কারও পক্ষেই এখন ওই তদন্ত এগনো মুশকিল। অথচ বিধানসভা ভোট উপলক্ষে শনিবার প্রকাশিত বিজেপি-র ভিশন ডকুমেন্ট’-এ দাবি করা হয়েছে, তারা সরকারে এলে সারদা-সহ বিভিন্ন বেআইনি অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে চলা সিবিআই তদন্তে সাহায্য করা হবে এবং প্রত্যক্ষ ও পরোক্ষ সুবিধাভোগীদের খুঁজে বের করা হবে। দোষীরা যতই প্রভাবশালী হোক, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির বন্দোবস্ত করা হবে। ক্ষতিগ্রস্ত গরিব আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থাও করা হবে।

বিধানসভা ভোট শুরুর ৪৮ ঘণ্টা আগে এ দিন শমীক ভট্টাচার্য, শিশির বাজোরিয়া প্রমুখকে সঙ্গে নিয়ে দলের ‘ভিশন ডকুমেন্ট’ প্রকাশ করেন বিজেপি-র কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহ। তিনি বলেন, ‘‘পশ্চিমবঙ্গ দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। আমাদের লক্ষ্য রাজ্যকে দুর্নীতিমুক্ত করা।’’ বিজেপি-র ২৪ পৃষ্ঠার ‘ভিশন ডকুমেন্ট’-এ দেড় পৃষ্ঠা ব্যয় করা হয়েছে দুর্নীতি দূর করা বিষয়ে। বলা হয়েছে, বিজেপি এ রাজ্যে ক্ষমতায় এলে বাম এবং তৃণমূল জমানার সব দুর্নীতি নিয়ে বিচারবিভাগীয় বা আদালতের নজরদারিতে তদন্ত হবে।

assembly election 2016 Locket Chatterjee change tampered campaign flex
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy