Advertisement
১৮ এপ্রিল ২০২৪

মমতা বচন এক নজরে

‘‘কলকাতায় যে ভাবে সেন্ট্রাল পুলিশ নিয়ে এসে ভোট করানো হল, সেটা এক কথায় চ্যাংড়ামো। যা যা হয়েছে সব কিছুর উত্তর আমি বুঝে নেব।’’ ‘‘সারা জেলায় ১৪৪ ধারা জারি করে দিল। যারা করল, আগামী দিনে তাদের ভুগতে হবে। ১৫ দিনের জন্য দায়িত্ব পেয়ে কেউ যদি ভাবে আমার মাথায় (পুলিশের মাথায়) স্বর্ণমুকুট পরিয়ে দেবে, তা হলে সেটা ভুল।’’

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০২ মে ২০১৬ ০৩:৪২
Share: Save:

• ‘‘কলকাতায় যে ভাবে সেন্ট্রাল পুলিশ নিয়ে এসে ভোট করানো হল, সেটা এক কথায় চ্যাংড়ামো। যা যা হয়েছে সব কিছুর উত্তর আমি বুঝে নেব।’’

• ‘‘সারা জেলায় ১৪৪ ধারা জারি করে দিল। যারা করল, আগামী দিনে তাদের ভুগতে হবে। ১৫ দিনের জন্য দায়িত্ব পেয়ে কেউ যদি ভাবে আমার মাথায় (পুলিশের মাথায়) স্বর্ণমুকুট পরিয়ে দেবে, তা হলে সেটা ভুল।’’

• ‘‘রাজীবের (কুমার) মতো এত দক্ষ পুলিশ অফিসারকে বদলি করে দিল! (পি বি) সেলিমের মতো এমন ডিএমকে বদলি করে দিল। মানস ভুঁইয়া, আনিসুর রহমান, কান্তি গাঙ্গুলিকে জেতাতে ওসিদের সরিয়ে দিল। আর লকেট তো গলার হার। ওকে জেতাতেও একই কাজ।’’ চণ্ডীপুরের সভায় তিনি এও দাবি করেন, ‘‘সিপিএম-কংগ্রেস থানায় গিয়ে যা বলছে, পুলিশ তাই শুনছে। সিপিএম-কংগ্রেস-বিজেপি থানা কন্ট্রোল করছে।’’

• ‘‘সিপিএম-কংগ্রেস-বিজেপি গাঁটছড়া বেঁধেছে। তাদের সাহায্য করতে কাজে লাগানো হল কেন্দ্রীয় বাহিনীকে। দিল্লির কিছু দালাল পুলিশ এখানকার কিছু ভিতু পুলিশকে নিয়ে সন্ত্রাস চালাচ্ছে। অনেক নির্বাচন দেখেছি। কিন্তু এমনটা দেখিনি।’’

• ‘‘এরা যা করছে তাতে আমি নিজে তিন দিন তিন রাত ঘুমোতে পারিনি। ভোটের আগের দিন আমার পাড়ার গুরুত্বপূর্ণ ক্লাবে তালা লাগিয়ে দিল, পার্টি অফিসগুলো বন্ধ করে দিল। সারা রাত মাইকে ঘোষণা করল ১৪৪ ধারা জারি হয়েছে, বাড়ির বাইরে দল বেঁধে বেরোবেন না। দেখে মনে হল যেন দাঙ্গা হয়েছে, কার্ফু জারি হয়েছে।’’ যারা করছে, তাদের রেকর্ড আমার কাছে আছে। আমি যদি বেঁচে থাকি, প্রত্যেকটার উত্তর দিয়ে দেব।

• ‘‘কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে চমকাবেন না। দু’দিন বাদে আমরাই থাকব, ওরা থাকবে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

assembly election 2016 Mamata Banerjee threatens
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE