Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Mamata Banerjee

Bengal Polls: প্রচারে তোপ: ‘একা জিতে লাভ নেই, ২০০ আসন পার করতে হবে’, কোচবিহারের জনসভায় মমতা

তিনি বলেন, “বিনা পয়সায় খাদ্য, চিকিৎসা, শিক্ষা, পানীয় জল, কাজ পাবেন। ১০০ দিনের কাজ দুশো দিনের হতে পারে।”

মমতা বন্দ্যাপাধ্যায়। কোচবিহারের জনসভায়।

মমতা বন্দ্যাপাধ্যায়। কোচবিহারের জনসভায়।

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২১ ১২:৪৫
Share: Save:

মঙ্গলবারই কোচবিহারে জনসভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই সেখানে সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারে কী কী উন্নয়ন করেছে তাঁর সরকার, সভা থেকে সে কথা তুলে ধরেন মমতা। এই সভা থেকেই বিজেপি-র বিরুদ্ধে তোপ দাগেন তিনি।

কী বললেন মমতা—

• দিল্লিটাকেই বিক্রি করে দিয়েছে। অর্থনীতিতে ধস, শিক্ষায় ধস, প্রাইভেট সেক্টরে ধস, আর নিজের নামে মূর্তি করে বস।

• আগে দিল্লি সামলা, তার পর দেখিস বাংলা।

• আপনাদের সকলের পাহারাদার আমি। আমি রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়াই করি। আমি ভাঙি তবু মচকাই না।

• উদ্বাস্তু ভাই বোনেরা চিন্তা করবেন না। সব উদ্বাস্তু কলোনিকে স্বীকৃতি দিয়েছি। আপনাদের কেউ উচ্ছেদ করতে পারবে না।

• সারা ভারতে ২ কোটি বেকার বেড়েছে। আমাদের বাংলায় ৪০ শতাংশ বেকারি কমেছে। দারিদ্র কমেছে।

• সরকারি, বেসরকারি ক্ষেত্রে ৫ লক্ষ ছেলেমেয়ের চাকরি হবে।

• আমরা জিতলে তফশিলি জাতি, উপজাতি সম্প্রদায়ের মায়েরা ১ হাজার টাকা করে হাতখরচ পাবেন। অন্য ক্যাটাগরির যাঁরা আছেন তাঁরাও ৫০০ টাকা পাবেন।

• আপনার বাড়িতে রেশন পৌঁছে দেওয়া হবে।

• আমি একা জিতে তো লাভ নেই। আমার ভোট হয়ে গিয়েছে। আমি জিতবই। আমি যেখানে দাঁড়াই জিতবই। আমি এখানে দাঁড়ালেও আপনারা আমাকে ভোট দিতেন। আমি একা জিতে তো সরকার গঠন করতে পারব না। আমাদের ২০০ আসন পার করতে হবে।

• বিনা পয়সায় খাদ্য, চিকিৎসা, শিক্ষা, পানীয় জল, কাজ পাবেন। ১০০ দিনের কাজ দুশো দিনের হতে পারে।

• নবম শ্রেণির ছেলেমেয়েরা সবুজ সাথীর সাইকেল পাবে বিনামূল্যে।

• অগস্ট মাসে আবার ‘দুয়ারে সরকার’ হবে। যদি কেউ স্বাস্থ্য সাথী কার্ড না পান, সব পেয়ে যাবেন।

• আমি এনপিআর, এনআরসি করতে দেব না। বাংলার সব মানুষ ভারতের নাগরিক।

• মা বোনেদের ভোটকে ভয় পাচ্ছে বিজেপি।

• শাসন করতে হয়। আমাকে শাসন করলে, আমি তোমায় শোষণ করব না। পাল্টা শাসন করব। আমি বন্দুক দিয়ে লোক খুন করব না, বোমা মারব না। মানুষকে বোঝাব, আপনার একটা ভোটের দাম বন্দুক এবং বোমার থেকে অনেক বেশি।

• শান্ত হওয়া ভাল, কিন্তু কেউ দুষ্টুমি করলে তাঁকে দুটো থাপ্প্ড় দেওয়া ভাল।

• মেয়েরা যাতে ভোট দিতে না পারেন গ্রামে গ্রামে কেন্দ্রীয় বাহিনী এসে দাঁড়িয়েছে। বলছে ভোট দেওয়া যাবে না।

• আরামবাগে এত অত্যাচার করেছে, সুজাতা মণ্ডলকে বাঁশ দিয়ে পিটিয়েছে। বুথ প্রেসিডেন্টকে খুন করেছে।

• তিন দফায় ৯০-এর বেশি আসনে ভোট হয়ে গিয়েছে। জেনে রাখবেন তাতে আমরা কিন্তু জিতছি।

• আপনাদের এখানে বিনয় বর্মণের বিরুদ্ধে যিনি দাঁঁড়িয়েছেন, তিনি খুনের অভিযোগে জেলে ছিলেন। খুনি হয়ে গেছেন এখন ধনী।

• পদাতিক এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস, শতাব্দী, কামাখ্যা এক্সপ্রেস আমার করে দেওয়া।

• বাংলাদেশের সঙ্গে কথা বলে ছিটমহল করেছি।

• এরা এত মিথ্যা কথা বলে।

• আমি কিন্তু নারায়ণী ব্যাটেলিয়ন করে দিয়েছি কোচবিহারে।

• রাজবংশীদের ধোঁকা দিয়েছে বিজেপি।

• নারায়ণী ব্যাটেলিয়ন করে দেব বলেছেন প্রধানমন্ত্রী, কিন্তু করেছে কি?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee Coochbehar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE