সতীর্থদের অনেকেই তাঁকে দলের ‘বিবেক’ বলে থাকেন। কোনও ‘অপ্রীতিকর’ ঘটনায় দল যখন বিচলিত, তখনই জাগ্রত হয় সেই ‘মিনি বিবেক’। মিডিয়ার সামনে দুম-দাম এমন কিছু (যা বাস্তব বলে মনে করেন দলের কেউ কেউ) বলে দেন, যা দলের অস্বস্তি আরও বাড়ায়। সে সারদা থেকে নারদই হোক, বা সদ্য ভেঙে পড়া বিবেকানন্দ সেতুর প্রসঙ্গ। তিনি রাজ্যের বিদায়ী মন্ত্রী তথা আট বারের প্রার্থী, তৃণমূলের সাধন পাণ্ডে। এ বারও লড়ছেন মানিকতলায়। টানা ৩১ বছর ধরে অপরাজিত বিধায়ক। দলে স্পষ্ট বক্তা হিসেবে সুনাম তাঁর। নজর এলাকার উন্নয়নেও। তাই দেওয়ালের লিখন, ‘অগ্রগতির শক্ত বাঁধন, মানিকতলায় আবার সাধন।’
সারদা কেলেঙ্কারিতে যখন কার্যত বিপর্যস্ত হয়েছিল সরকার, সে সময়ে সাধনবাবু জানিয়েছিলেন, ক্রেতাসুরক্ষা দফতরে আগে থেকেই নানা অভিযোগ এসেছিল। সময়ে সতর্ক হলে তা রোখা যেত।
নারদ নিয়েও মুখ চেপে রাখতে পারেননি বর্ষীয়ান ওই নেতা। সরকারে তাঁর সতীর্থ একাধিক মন্ত্রী, বিধায়কের ঘুষ নেওয়ার ফুটেজ দেখে দল যখন বিচলিত, তখনও সাধনবাবুর মুখ ফসকে বেরিয়েছে, ‘‘আমার দফতর টাকা নেয় না, বরং লোককে টাকা দেয়।’’ আসলে দলের কিছু নেতা-মন্ত্রীর লাইন ‘ভুল’ হলেও তাকে ‘ঠিক’ বলার লোক সাধনবাবু যে নন, বার বার তা বুঝিয়ে দিয়েছেন। মিডিয়ার দৌলতে যা পৌঁছে গিয়েছে আম জনতার কাছেও। সাধনবাবুর ঘনিষ্ঠ মহলের দাবি, এটাই দাদার ইউএসপি।