Advertisement
০৬ মে ২০২৪

ভোট মিটতেই হামলা, রাতভর গুলি-বোমায় রক্তাক্ত পাড়ুই

ভোট মিটতেই উত্তপ্ত বীরভূমের পাড়ুই। রবিবার রাত থেকেই পাড়ুইয়ের গোরাপাড়া-হাঁসদায় শুরু হয়ে গেল গুলি-বোমার লড়াই। নির্বিচার বোমা-গুলির জেরে সন্ত্রস্ত গোটা এলাকা। জখম ছ’জনকে ভর্তি করা হয়েছে সিউড়ি হাসপাতালে। একজন গুলিবিদ্ধ, বাকিরা কেউ বোমায় কেউ মারে জখম।

গুলিবিদ্ধ সিপিএম কর্মীকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। ছবি: তাপস বন্দ্যোপাধ্যায়।

গুলিবিদ্ধ সিপিএম কর্মীকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। ছবি: তাপস বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৬ ১২:০৫
Share: Save:

ভোট মিটতেই উত্তপ্ত বীরভূমের পাড়ুই। রবিবার রাত থেকেই পাড়ুইয়ের গোরাপাড়া-হাঁসদায় শুরু হয়ে গেল গুলি-বোমার লড়াই। নির্বিচার বোমা-গুলির জেরে সন্ত্রস্ত গোটা এলাকা। জখম ছ’জনকে ভর্তি করা হয়েছে সিউড়ি হাসপাতালে। একজন গুলিবিদ্ধ, বাকিরা কেউ বোমায় কেউ মারে জখম। আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার দায়ে পাড়ুইয়ের ওসি দেবব্রত সিংহকে সাসপেন্ড করার জন্য নির্বাচন কমিশনকে সুপারিশ করলেন বীরভূমের পুলিশ সুপার সব্যসাচী রমন মিশ্র।

কেন্দ্রীয় বাহিনীর টহল।

নির্বাচন কমিশনের কড়া নজরদারি এবং বিরোধীদের প্রতিরোধে পাড়ুই তথা নানুরে ভোট লুঠের ছক মাঠে মারা গিয়েছে। সিপিএমের অভিযোগ, তারই প্রতিহিংসা শুরু হয়ে গিয়েছে পাড়ুইয়ের গ্রামে। শাসক দলের ফতোয়া না মেনে ভোট দিতে যাওয়ার ‘অপরাধে’ পাড়ুয়ের গোরাপাড়া গ্রামে রবিবার রাতে হামলা চালায় সশস্ত্র দুষ্কৃতীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে বলে অভিযোগ। হামলা যে হতে পারে, তা আন্দাজ করেছিলছিল গোরাপাড়া। ফলে প্রতিরোধের প্রস্তুতিও ছিল। পাল্টা বোমা-গুলি নিয়ে শুরু হয় সংঘর্ষ। রাতেই এক সিপিএম সমর্থক গুলিবিদ্ধ হন। রাতে পুলিশের দেখা মেলেনি। সংঘর্ষে উত্তপ্ত গ্রাম থেকে জখমদের হাসপাতালেও নিয়ে যাওয়া যায়নি। সকালে সিউড়ি হাসপাতালে পাঠানো হয় আহতদের।

আরও পড়ুন:

দুরন্ত ফিল্ডিংয়ে আটকাল রান, সজাগ আম্পায়ারও

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সন্ধে থেকেই হামলা শুরু হয়েছিল। প্রথমে হুমকি, মারধর। তারপর বিরোধী দলের কর্মী-সমর্থকদের বাড়ি ভাঙচুর। রাত বাড়তেই শুরু হয় আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা। পাড়ুইয়ের ঘটনায় কঠোর পদক্ষেপ নিয়েছেন বীরভূমের পুলিশ সুপার সব্যসাচী রমন মিশ্র। উত্তপ্ত এলাকায় টহলদারিতে পাঠানো হয়েচে র‌্যাফ ও কেন্দ্রীয় বাহিনী। দু’জনকে আটক করা হয়েছে। এই দু’জনই তৃণমূল কর্মী বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। পাড়ুই থানার ওসি দেবব্রত সিংহ কর্তব্য পালন করেননি বলে জানিয়ে নির্বাচন কমিশনে কড়া রিপোর্ট পাঠিয়েছেন পুলিশ সুপার। দেবব্রত সিংহকে সাসপেন্ড করার সুপারিশও করেছেন মিশ্র। নির্বাচন কমিশনের নির্দেশ এখনও আসেনি। কিন্তু পুলিশ সুপারের নির্দেশে আপাতত কর্তব্য থেকে অব্যাহতি দেওয়া হয়েছে পাড়ুইয়ের ওসি-কে। তাঁকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। ঘটনাস্থলে আছেন অতিরিক্ত পুলিশ সুপার আনন্দ রায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE