Advertisement
২৫ এপ্রিল ২০২৪
CPIM

নন্দীগ্রাম আপাতত ফাঁকা রাখল মোর্চা

উত্তরবঙ্গের মালদহে একটি আসন পাওয়ার বিনিময়ে নন্দীগ্রাম প্রয়োজনে ছেড়ে দিতে চায় আইএসএফ।

প্রার্থী তালিকা ঘোষণায় আলিমুদ্দিনে সংযুক্ত মোর্চার নেতারা

প্রার্থী তালিকা ঘোষণায় আলিমুদ্দিনে সংযুক্ত মোর্চার নেতারা নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ মার্চ ২০২১ ০৬:২৪
Share: Save:

প্রথম দু’দফার ভোটের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করলেও নন্দীগ্রাম কেন্দ্র আপাতত ফাঁকা রাখল সংযুক্ত মোর্চা। পূর্ব মেদিনীপুরের ওই কেন্দ্রে প্রার্থী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে বিজেপির তরফে শুভেন্দু অধিকারীর (যিনি গত বার নন্দীগ্রামেরই বিধায়ক ছিলেন) দাঁড়ানোর সম্ভাবনা প্রবল। এমতাবস্থায় ওই আসন আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টকে (আইএসএফ) ছেড়ে দেওয়া হবে নাকি বামেরাই সেখানে লড়বে, এই বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু শুক্রবার এই নিয়ে প্রশ্নের জবাবে বলেছেন, ‘‘নন্দীগ্রাম তো এখন হেভিওয়েট কেন্দ্র! আলোচনা করেই সিদ্ধান্ত হবে।’’ আইএসএফের চেয়ারম্যান শিমুল সরেনেরও বক্তব্য, ‘‘আমাদের ওখানে লড়তে দেওয়া হলে আমরা লড়ব। আলোচনা করে যা ঠিক হবে, তা-ই হবে।’’ জোট সূত্রের খবর, উত্তরবঙ্গের মালদহে একটি আসন পাওয়ার বিনিময়ে নন্দীগ্রাম প্রয়োজনে ছেড়ে দিতে চায় আইএসএফ। সেই জন্যই মোর্চায় নতুন করে আলোচনা হচ্ছে। বামফ্রন্টের তরফে ওই আসনে লড়ে সিপিআই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Congress CPIM Nandigram Indian Secular Front
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE