কলেজের অধ্যক্ষ-শিক্ষকেরা এত দিন ক্ষোভ প্রকাশ করছিলেন। এ বার শুধু ক্ষোভপ্রকাশে থেমে না-থেকে ভোটের কাজ থেকে অব্যাহতি চেয়ে সোজা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন সরকার পোষিত ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক-শিক্ষিকাদের একাংশ।
‘অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস-এর সাধারণ সম্পাদক চন্দনকুমার মাইতি জানান, প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের নির্বাচনের কাজ থেকে অব্যাহতি চেয়ে প্রথমে জেলাশাসক এবং রাজ্য নির্বাচন দফতরে চিঠি দেওয়া হয়েছিল। নির্বাচন কমিশন থেকে মৌখিক আশ্বাস পেলেও কাজের কাজ কিছু না-হওয়ায় তাঁরা আদালতের শরণাপন্ন হয়েছেন। চন্দনবাবু বলেন, ‘‘হাইকোর্টে সিঙ্গল বেঞ্চে ১ মার্চ আমাদের মামলার শুনানি হবে।’’
প্রধান শিক্ষকদের ওই সংগঠনের বক্তব্য, স্কুলে প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকার পদটি ‘সিঙ্গল ক্যাডার পোস্ট’। পঠনপাঠন তো বটেই, তা ছাড়া বিদ্যালয়ের প্রশাসনিক কাজ থেকে শুরু করে সব ক্ষেত্রের দায়িত্বপ্রাপ্ত তাঁরাই। উপরন্তু মিড-ডে মিল, কন্যাশ্রী, শিক্ষাশ্রী সবুজসাথী-সহ ১৭টি কল্যাণমূলক কাজের সঙ্গেও প্রধান শিক্ষকদের যুক্ত থাকতে হয়।