Advertisement
০৬ মে ২০২৪

অভিষেকের সভায় গরহাজির অপূর্ব

প্রার্থীদের নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দেওয়ার আর্জি জানালেন যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার দুর্গাপুরে যে সভায় তিনি এই ডাক দিলেন, সেখানে হাজির থাকলেন না শহরের মেয়র তথা দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের প্রার্থী অপূর্ব মুখোপাধ্যায়।

তৃণমূলের সভায় অভিষেকের সঙ্গে দুর্গাপুর পূর্বের প্রার্থী প্রদীপ মজুমদার ও পাণ্ডবেশ্বরের প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি। ছবি: বিকাশ মশান।

তৃণমূলের সভায় অভিষেকের সঙ্গে দুর্গাপুর পূর্বের প্রার্থী প্রদীপ মজুমদার ও পাণ্ডবেশ্বরের প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি। ছবি: বিকাশ মশান।

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৬ ০২:১৬
Share: Save:

প্রার্থীদের নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দেওয়ার আর্জি জানালেন যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার দুর্গাপুরে যে সভায় তিনি এই ডাক দিলেন, সেখানে হাজির থাকলেন না শহরের মেয়র তথা দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের প্রার্থী অপূর্ব মুখোপাধ্যায়। পূর্ব নির্ধারিত প্রচারসূচিতে ব্যস্ত থাকায় এ দিন সভায় যেতে পারেননি বলে তাঁর দাবি।

এ দিন বিকেলে সভা ছিল দুর্গাপুর পূর্ব কেন্দ্রের এফসিআই কমিউনিটি সেন্টার লাগোয়া মাঠে। সেখানে অভিষেক বলেন, ‘‘প্রার্থীদের আপনারা জেতাচ্ছেন না। জেতাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেটা মাথায় রেখেই ভোট দিতে যাবেন।’’ তাঁর বক্তব্যের বেশির ভাগ জুড়েই ছিল বাম-কংগ্রেস জোটকে আক্রমণ। তাঁর বক্তব্য, ‘‘মানুষ খুন করতে পারে। মিথ্যা কথা বলতে পারে। তবু সে ক্ষমা পায়। কিন্তু নীতি, আদর্শ বিসর্জন দিলে তার আর কিছু থাকে না। সেটাই হয়েছে এখানে। ওদের ভোট দেওয়া মানে বাংলাকে ইঞ্চিতে ইঞ্চিতে বিক্রি করে দেওয়া।’’

বিজেপি বা নির্বাচন কমিশন নিয়ে নীরব থাকলেও সাঁওতালডিহির সভার ঢঙেই এ দিন জোটের উদ্দেশে অভিষেক বলেন, ‘‘তৈরি থাকুন। ইঞ্চিতে ইঞ্চিতে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ এর জবাব দেবেন।’’ ২০১১ সালেই সিপিএম এবং কংগ্রেস ‘ফসিল’ হয়ে গিয়েছে বলেও দাবি করেন তিনি। যা শুনে বিরোধীদের প্রশ্ন, তাহলে তৃণমূল নেতানেত্রীদের জোট নিয়ে এত শব্দ খরচ করতে হচ্ছে কেন? সিপিএমের জেলা সম্পাদক অচিন্ত্য মল্লিক, কংগ্রেসের শিল্পাঞ্চল সভাপতি দেবেশ চক্রবর্তীরা বলেন, ‘‘তৃণমূলের বিরুদ্ধে মানুষ একজোট হয়েছেন। ভোট যত এগিয়ে আসছে তা জোরালো হচ্ছে। ভয় পাচ্ছে তৃণমূল।’’

এ দিন অভিষেকের সভায় ছিলেন দুর্গাপুর পূর্ব ও পাণ্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার ও জিতেন্দ্র তিওয়ারি। তবে দুর্গাপুর পশ্চিমের প্রার্থী অপূর্ববাবু ছিলেন না। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী প্রচারে ব্যস্ত থাকায় তিনি যেতে পারেননি বলে জানান তিনি। তৃণমূলের একটি সূত্রের দাবি, ৪ এপ্রিল অপূর্ববাবুর কেন্দ্রে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা করার কথা রয়েছে। সে জন্যই পাশের কেন্দ্রের সভায় হাজির হলেন না তিনি। যদিও বিরোধীদের কটাক্ষ, তাঁর বিরুদ্ধে কংগ্রেসের হয়ে বিশ্বনাথ পাড়িয়াল প্রার্থী হওয়ায় চ্যালেঞ্জের মুখে পড়েছেন অপূর্ববাবু। সে জন্য সভায় হাজির হওয়ার থেকে ওয়ার্ডের প্রচারে বেশি সময় দিচ্ছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

assembly election 2016 campaign
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE