Advertisement
০৫ মে ২০২৪

সাত ওসিকে নিয়ে তৃণমূল সাংসদের ‘ষড়যন্ত্র’ বৈঠক! অভিযোগ সূর্যের

গণনার পর অপ্রাসঙ্গিক হয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ দফা নির্বাচনের আগে আজ সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। ষষ্ঠদফা ভোটের আগে শাসক দলের বিরুদ্ধে সরাসরি ষড়যন্ত্রের অভিযোগ আনলেন তিনি। তৃণমূল দলনেত্রী নিজেই কোচবিহারের নির্বাচনের দায়িত্ব নিয়েছেন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ মে ২০১৬ ১৮:০৪
Share: Save:

গণনার পর অপ্রাসঙ্গিক হয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ দফা নির্বাচনের আগে আজ সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। ষষ্ঠদফা ভোটের আগে শাসক দলের বিরুদ্ধে সরাসরি ষড়যন্ত্রের অভিযোগ আনলেন তিনি। তৃণমূল দলনেত্রী নিজেই কোচবিহারের নির্বাচনের দায়িত্ব নিয়েছেন। মানুষ যাতে ভোট দিতে না পারেন তারই চেষ্টা করছেন তিনি। অভিযোগ সূর্যকান্ত মিশ্রের। জানিয়েছেন এই নিয়ে নির্বাচন কমিশনের কাছেও নালিশ ঠুকেছেন তাঁরা।

নির্বাচনের শেষ ধাপে আজ রীতিমত বীরেন্দ্র সহবাগের কায়দায় বিপক্ষকে কচুকাটার মেজাজে একের পর অভিযোগ ছুঁড়ে দিয়েছেন সূর্যকান্ত মিশ্র। শুধু মুখ্যমন্ত্রী নন, নাম না করে আক্রমণ হেনেছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও। তাঁর অভিযোগ পয়লা মের রাতে এক স্থানীয় সাংসদ পাঁশকুড়ায় সাত থানার ওসিকে নিয়ে মদ, মাংস সহযোগে ৫ তারিখের ‘ভোট করানোর’ ব্লু প্রিন্ট ছকে ফেলেছেন। কেন্দ্রীয় বাহিনীকে নিয়ন্ত্রণের প্ল্যান করেছেন। শাসক দলকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, সব তথ্যই তাঁদের কাছে আছে।

কেন বারবার শিশুরা শাসক দলের আক্রমণের শিকার হচ্ছে? প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা। ‘আপনি একদিকে, অন্যদিকে মানুষ, আপনি ইঞ্চি ইঞ্চি মাপছেন, মানুষ আপনাকে মাপছেন।’ সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর প্রতি তীব্র কটাক্ষ ছুঁড়েছেন তিনি।

এমনিতেই পাঁচ দফা ভোটের পর আপাতত বিরোধী জোটের আত্মবিশ্বাস তুঙ্গে। শেষ দফা নির্বাচনের সম্মুখ সমরের আগে সরাসরি আক্রমণের পথে হেঁটে যুদ্ধের শেষ লগ্নটা আরও খানিকটা জমিয়ে দিলেন সূর্যকান্ত মিশ্র।

আরও খবর

মমতার হুমকির জেরে জেদ বাড়ছে উর্দির

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE