Advertisement
E-Paper

দিল্লি গেল সব বুথের রিপোর্ট ও ফুটেজ

77 of the 247 Assembly seats in the state election booths, video, webcam and digital camera photo of the CD to the Election Commission in Delhi. রাজ্যের বিধানসভা নির্বাচনের ৭৭ হাজার ২৪৭টি বুথের ভিডিও, ওয়েবক্যাম ও ডিজিটাল ক্যামেরার ছবির সিডি গেল দিল্লির নির্বাচন কমিশনে। রাজ্যের এত দিনের ভোটের ইতিহাসে এই প্রথম। প্রত্যেক জেলা থেকেই বিশেষ অফিসার গিয়ে ওই সব সিডি দিল্লিতে পৌঁছে দিয়েছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মে ২০১৬ ০৩:৩৬

রাজ্যের বিধানসভা নির্বাচনের ৭৭ হাজার ২৪৭টি বুথের ভিডিও, ওয়েবক্যাম ও ডিজিটাল ক্যামেরার ছবির সিডি গেল দিল্লির নির্বাচন কমিশনে। রাজ্যের এত দিনের ভোটের ইতিহাসে এই প্রথম। প্রত্যেক জেলা থেকেই বিশেষ অফিসার গিয়ে ওই সব সিডি দিল্লিতে পৌঁছে দিয়েছেন। এর আগে অবশ্য বিশেষ পরিস্থিতি ছাড়া ওই সব ভিডিও ফুটেজ এবং ছবি বাক্স-বন্দি হয়ে জেলা নির্বাচনী আধিকারিকের কাছেই পড়ে থাকত।

এর পাশাপাশি, বুথ-পিছু কোথায় কত অভিযোগ এসেছে এবং তা কী ধরনের— তার তালিকাও গিয়েছে দিল্লিতে। ভোটের পর রিটার্নিং অফিসার, পর্যবেক্ষক ও প্রার্থীদের উপস্থিতিতে প্রতিটি বুথের যে স্ক্রুটিনি হয়েছে, তারও ভিডিও ফুটেজ পাঠাতে হয়েছে কমিশনে। বুধবার কমিশন সূত্রেই এ খবর জানা গিয়েছে।

কমিশন সূত্রের খবর, এ বারের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদের ডোমকল কেন্দ্রের কিছু বুথে কংগ্রেস ও সিপিএম পুনরায় নির্বাচন চেয়েছে। বিজেপি-ও কয়েকটি ক্ষেত্রে পুনর্নির্বাচনের দাবি করেছে।

কমিশন আরও জানিয়েছে, ওই সব সিডি এবং বুথ রিপোর্ট-সহ যাবতীয় অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে কমিশন কোনও বুথে পুনর্নির্বাচনের নির্দেশও দিতে পারে। সে ক্ষেত্রে সেখানে ভোট হবে ১৬ মে-র মধ্যে কোনও এক দিন। ২০১১ সালে বিধানসভা ভোটের
সময় কমিশন ভোট শেষ হওয়ার ১০ দিন পরে ন’টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছিল।

assembly election 2016 Delhi CD Election Commission
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy