Advertisement
০৭ মে ২০২৪
Abhishek Banerjee

Bengal Polls: বিশ্বাসঘাতকের পায়ের তলার মাটি সরে গিয়েছে, ২ তারিখের পর বাইরে বেরোতে পারবে না, নন্দীগ্রামে মন্তব্য অভিষেকের

অভিষেকের দাবি, বিজেপি-তে গিয়ে সংখ্যার নিরিখে মানুষ ভাগ করছেন শুভেন্দু। সে ভাবে নাম করণ হলে তাঁর নাম ‘৪২০’ অধিকারী হতো।

নন্দীগ্রামের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নন্দীগ্রামের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
নন্দীগ্রাম শেষ আপডেট: ২৪ মার্চ ২০২১ ১৫:২১
Share: Save:

নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিজেপি-তে যাওয়ার পর শুভেন্দু সাম্প্রদায়িক রাজনীতি করছেন বলে অভিযোগ করেন তিনি। অভিষেক বলেন, ‘‘যারা নন্দীগ্রামের বুকে ভারত-পাকিস্তানের কথা বলছে, ডিসেম্বরের পর থেকে যাদের ভারত-পাকিস্তান করছে, যারা বলছে এক পক্ষে ২ লক্ষ ১৩ হাজার আর অন্য পক্ষে ৬২ হাজার, তাদের মানুষ জবাব দেবে।’’

সংখ্যার ভিত্তিতে মানুষের নামকরণ হলে শুভেন্দুর নাম ‘৪২০’ হতো বলেও মন্তব্য করেন অভিষেক। তিনি বলেন, ‘‘যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘কন্যাশ্রী’, ‘যুবশ্রী’, ‘স্বাস্থ্যসাথী’ কার্ড নিয়ে বাড়ি বাড়ি গিয়েছিলে, তখন তো সংখ্যার কথা ভাবোনি? বিজেপি-তে গিয়ে এই শিক্ষা হয়েছে? সংখ্যার ভিত্তিতে মানুষের নামকরণ হলে তাহলে শুভেন্দু অধিকারী নাম হতো না, নাম হতো ৪২০ অধিকারী।’’

২ মে ভোটের ফল বেরনোর পর শুভেন্দু মুখ দেখাতে পারবেন না বলেও কটাক্ষ করেন অভিষেক। তাঁর কথায়, ‘‘বিশ্বাসঘাতকের পায়ের তলার মাটি এমনিতেই সরে গিযেছে। ২ মে-র পর আর আর বাড়ি থেকে বেরোতে পারবে না। এই নন্দীগ্রামের মাটি থেকে বলেছিল লড়াইয়ের ময়দানে দেখা হবে। ১ তারিখ দেখা হবে আর ২ তারিখ বিশ্বাসঘাতকদের বিসর্জন হবে।’’

সরাসরি আপডেট—

• ০৪.০০: এই নন্দীগ্রামের মাটি থেকে বলেছিল লড়াইয়ের ময়দানে দেখা হবে। ১ তারিখ দেখা হবে আর ২ তারিখ বিশ্বাসঘাতকদের বিসর্জন হবে। ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নিতে হবে: অভিষেক

• ০৩.৫৮: বিশ্বাসঘাতকের পায়ের তলার মাটি এমনিতেই সরে গিযেছে। ২ মে-র পর আর আর বাড়ি থেকে বেরোতে পারবে না: অভিষেক

• ০৩.৫৫: আগে রেশন দোকানে গিয়ে লাইনে দাঁড়িয়ে চাল-ডাল নিতে হতো। তাতে কষ্ট হতো। আত্মসম্মানে লাগত। এ বার আর তা হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আগামী দিনে সরকার আপনার বাড়িতে রেশন পৌঁছে দেবে। দায়িত্ব নিয়েছেন বাংলার মেয়ে। এক দিকে নরেন্দ্র মোদীর ফাঁকা ভাষণ আর এক দিকে দুয়ারে রেশন, কাকে বেছে নেবেন আপনারা: অভিষেক

• ০৩.৫৩: ভাবছে নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় গায়ের জোরে ভোট করবে। নন্দীগ্রামের মানুষকে বলছি নিজেদের বুথের দায়িত্ব আপনাদেরই নিতে হবে। হাতা-খুন্তি নিয়ে তাড়া করবেন: অভিষেক

• ০৩.৫১: সীমান্তের পাহারাদার বিএসএফ কেন্দ্রের হাতে। স্বরাষ্ট্রমন্ত্রকের হাতে বিএসএফ। তাহলে গরু পাচার হলে তার দায় তো তাঁর। তাহলে তাঁর পদত্যাগ করা উচিত: অভিষেক

• ০৩.৫১: এক দিকে বহিরাগত নেতা, বিজেপি-র সর্বোচ্চ নেতা, দিল্লির ১৫০০ কোটি টাকার পার্টি অফিস, ৬ কোটি টাকার গাড়ি চাপেন, তিনি কৃষকদের ৬ কোটি টাকা দিচ্ছেন। আর এক দিকে, বাংলার মেয়ে কালাঘীটের টালির ছাদের নীচে থাকেন, পায়ে হাওয়াই চটি পরেন, তিনি কৃষকদের ১০ হাজার টাকা করে দিচ্ছেন: অভিষেক

• ০৩.৫২: উন্নয়নে থাকবেন, নাকি ভাঁওতায় থআকবেন ঠিক করুন। খুব মন্দিরে মন্দিরে ঘোরা শুরু করেছে। যা বেইমানি করেছে মানুষের সঙ্গে, ভগবানও ক্ষমা করবে না। নেত্রী মায়ের সমান। মাযের সঙ্গে বেইমানি করলে ভগবানও ক্ষমা করবে না। জমানত বাজেয়াপ্ত হবে। তৈরি থাকো: অভিষেক

• ০৩.৫০: এক দিকে বহিরাগত নেতা, বিজেপি-র সর্বোচ্চ নেতা, দিল্লির ১৫০০ কোটি টাকার পার্টি অফিস, ৬ কোটি টাকার গাড়ি চাপেন, তিনি কৃষকদের ৬ কোটি টাকা দিচ্ছেন। আর এক দিকে, বাংলার মেয়ে কালাঘীটের টালির ছাদের নীচে থাকেন, পায়ে হাওয়াই চটি পরেন, তিনি কৃষকদের ১০ হাজার টাকা করে দিচ্ছেন: অভিষেক

• ০৩.৪৪: বলছে ৬ হাজার টাকা করে দিতে চাইছিলাম কৃষকদের, মমতা বন্দ্যোপাধ্যায় দিতে দিচ্ছে না। মমতা বলেছেন, লাগবে না। ২ তারিখ সরকার গড়ার পর প্রতি একর পিছু সরকার কৃষকদের ১০ হাজার টাকা দেব: অভিষেক

• ০৩.৪১: বিনা পয়সায় ভাষণ নেবেন, না বিনা পয়সায় রেশন নেবেন, কাকে বেছে নেবেন, তা আপনাদের ঠিক করতে হবে: অভিষেক

• ০৩.৪০:বলছে বাসে-ট্রেনে মহিলাদের যাতায়াত ফ্রি করে দেব। আমি চ্যালেঞ্জ দিচ্ছি করে দেখাক: অভিষেক

• ০৩.৩৯: এখন বলছে সোনার বাংলার করব। ৭ বছর কেন্দ্রে থেকে সোনার ভারতবর্ষ হল না কেন? সোনার গুজরাত হল না কেন? অভিষেক

• ০৩.৩৮: বিয়ের পর মা-বাবাকে সাহায্য করতে পারেন না মেয়েরা। তাঁদের জন্যই স্বাস্থ্যসাথী কার্ড: অভিষেক

• ০৩.৩৭: এক দিকে উন্নয়ন আর অগ্রগতি, আর একদিকে সাম্প্রদায়িকতা, অশান্তি, কাকে বাছবেন, আপনাদের সিদ্ধান্ত নিতে হবে: অভিষেক

• ০৩.৩৬: এই মাটি ক্ষুদিরাম, মাতঙ্গিনীর মাটি, এই মাটি বাংলার মেয়ের মাটি, এই মাটি যোগী আদিত্যনাথের মাটি নয়: অভিষেক

• ০৩.৩৫: যারা নন্দীগ্রামের মাটিকে কলুষিত করেছে, এটা তাদের জবাব দেওয়ার লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয় বার মুখ্যমন্ত্রী করার লড়াই নয়, মা-মাটি-মানুষের সরকার টিকিয়ে রাখার লড়াই নয়: অভিষেক

• ০৩.৩২: যারা নন্দীগ্রামের বুকে ভারত-পাকিস্তানের কথা বলছে, ডিসেম্বরের পর থেকে যাদের ভারত-পাকিস্তান করছে, যারা বলছে এক পক্ষে ২ লক্ষ ১৩ হাজার আর অন্য পক্ষে ৬২ হাজার, তাদের মানুষ জবাব দেবে: অভিষেক

• ০৩.৩০: পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ৩৫-০তে জিতবে তৃণমূল। গদ্দারদের জবাব দেবে নন্দীগ্রাম: অভিষেক

• ০৩.২৭: বলছে বাংলায় দুর্গাপুজো হয় না। আগের বার বিশ্বাসঘাতক অধিকারী ক’টা দুর্গাপুজোর উদ্বোধন করেছিল? যাঁরা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে ধর্মের নামে রাজনীতি করছে, তাদের বলে রাখি, এটা গুজরাত, মধ্যপ্রদেশ নয়। যথ কুৎসা করবে গর্তে ঢুকবে: অভিষেক

• ০৩.২৫: বাংলায় ১০ কোটি লোকের মধ্যে ১ কোটিকে আয়ুষ্মান ভারত দিতে চেয়েছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, পরিষেবা দিলে ১০০ শতাংশকেই দেব। স্বাস্থ্যসাথী দেব সকলকে। আজ আপনারা সকলে স্বাস্থ্যসাথী পেয়েছেন: অভিষেক

• ০৩.২০:বিজেপি বলেছিল ১৫ লক্ষ করে টাকা দেব, ভোট চাইতে এলে আগে ওই টাকা চাইবেন: অভিষেক

• ০৩.১৫:নোটবন্দি করে কালো টাকা ধ্বংস করবে বলেছিল। নন্দীগ্রামের কোনও গরিব বড়লোক হয়েছেন? বরং বড়লোকদের টাকা বেড়েছে: অভিষেক

• ০৩.১০: দিল্লির স্তাবকতা করে বেঁচে থাকবেন, নাকি নিজের সম্মান নিয়ে বেঁচে থাকবেন, তা আপনাদেরই ঠিক করতে হবে: অভিষেক

• ০৩.১৫: এক দিকে বাংলার মেয়ে, আর এক দিকে বিশ্বাসঘাতক, কাকে বেছে নেবেন, তা আজ ঠিক করে বাড়ি ফিরতে হবে আপনাদের: অভিষেক

• ০৩.১০: যারা নন্দীগ্রামের মাটিকে কলুষিত করেছে, এটা তাদের জবাব দেওয়ার লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয় বার মুখ্যমন্ত্রী করার লড়াই নয়, মা-মাটি-মানুষের সরকার টিকিয়ে রাখার লড়াই নয়: অভিষেক

• ০৩.০৭: যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘কন্যাশ্রী’, ‘যুবশ্রী’, ‘স্বাস্থ্যসাথী’ কার্ড নিয়ে বাড়ি বাড়ি গিয়েছিলে, তখন তো সংখ্যার কথা ভাবোনি? বিজেপি-তে গিয়ে এই শিক্ষা হয়েছে। সংখ্যার ভিত্তিতে মানুষের নামকরণ হলে তাহলে শুভেন্দু অধিকারী নাম হতো না, নাম হতো ৪২০ অধিকারী: অভিষেক

• ০৩.১০: যারা নন্দীগ্রামের বুকে ভারত-পাকিস্তানের কথা বলছে, ডিসেম্বরের পর থেকে যাদের ভারত-পাকিস্তান করছে, যারা বলছে এক পক্ষে ২ লক্ষ ১৩ হাজার আর অন্য পক্ষে ৬২ হাজার, তাদের মানুষ জবাব দেবে: অভিষেক

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE