ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হল হাওড়া জেলার বাঁকড়া এলাকা। অভিযোগ, রবিবার রাতে ডোমজুড়ের রাজীব পল্লীতে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিজেপি এবং তৃণমূলের কর্মীরা। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৮ জন। তাঁদের মধ্যে হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪ জন। এই ঘটনার জন্য একে অন্যকে দুষছে তৃণমূল এবং বিজেপি।
তৃণমূলের অভিযোগ, রবিবার রাতে তাদের কর্মীরা ওই এলাকায় চড়ুইভাতি করছিল। রান্নার পাশাপাশি গানও চলছিল সেখানে। তৃণমূল কর্মীরা বলেছেন, ‘খেলা হবে’ গান চলার সময় বিজেপি কর্মীরা তাঁদের উপর চড়াও হয়ে মারধর করে। শুরু হয় দু’পক্ষের হাতাহাতি। এলাকার তৃণমূল কর্মী প্রিয়ঙ্কা দলুই বলেছেন,‘‘ঘেঁটু পুজো উপলক্ষে মহিলারা চড়ুইভাতি করছিলেন। তখনই চড়াও হয় বিজেপি কর্মীরা। বাইরে থেকে লোক নিয়ে এসে ওরা হামলা করে। আমাদের কর্মীদের বাড়িও ভাঙচুর করা হয়।’’ যদিও ওই এলাকার বিজেপি কর্মী শংকর দেবনাথ পাল্টা অভিযোগ করে বলেছেন, ‘‘বিজেপি করার অপরাধে আমাদের মারধর করে তৃণমূলের কর্মীরা। ঘরবাড়ি ভাঙচুর করা হয়।’’
এই গন্ডগোলের জেরে ওই এলাকায় দু’পক্ষের ৭-৮টি বাড়িতে ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছিল পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চালানো হয়। এখনও ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা রয়েছে। ডোমজুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ ঘোষ বলেছেন, ‘‘আমাদের দলের মহিলাদের শ্লীলতাহানি করে বিজেপি কর্মীরা। মারধর করা হয়েছে তৃণমূলের কর্মীদের।’’ নির্বাচন কমিশনে অভিযোগ করবেন বলেও জানিয়েছেন তিনি।