Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Gautam Gambhir

WB election 2021:নির্বাচনের আগে বিজেপি-র প্রচারে রাজ্যে আসতে পারেন গৌতম গম্ভীর

পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচনে প্রচার করতে আসতে পারেন বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। ২২ মার্চ থেকে প্রচার করার কথা বিশ্বকাপ জয়ী এই প্রাক্তন ক্রিকেটারের।

ছবি টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৭ মার্চ ২০২১ ২১:২৬
Share: Save:

পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচনে প্রচার করতে আসতে পারেন বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। ২২ মার্চ থেকে প্রচার করার কথা বিশ্বকাপ জয়ী এই প্রাক্তন ক্রিকেটারের। এ রাজ্যে আটটি পর্যায়ে নির্বাচন হতে চলেছে। এই আটটি পর্বেই থাকতে পারেন তিনি। তবে শুধু পশ্চিমবঙ্গ নয় অসমেও নির্বাচনের প্রচারে যেতে পারেন গম্ভীর।

দিল্লি বা হরিয়ানার বাইরে সে ভাবে নির্বাচনের প্রচারে যাননি তিনি। গম্ভীর বলেন, ‘‘এক মুহূর্তও আমি নিজেকে বাংলার বাইরের লোক বলে মনে করি না। এটা ঠিক যে আমি কলকাতা বা বাংলার অন্য কোথাও জন্মাইনি। প্রেসিডেন্সি বা যাদবপুরে পড়িনি বা পার্ক স্ট্রিটের রোল খেয়ে বড় হইনি।’’

কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক আরও বলেন, ‘‘আমি অনেক ভালবাসা পেয়েছি পশ্চিমবঙ্গে এসে। তাই এই রাজ্য বোমা, গুলির স্তুপের ওপর গড়ে উঠুক এটা চাই না। রাজনৈতিক হিংসা বন্ধ হওয়া দরকার।’’

বাংলায় বিরোধী দলের কণ্ঠ রোধ করা হচ্ছে বলেও দাবি করেন গম্ভীর। শুধু তৃণমূল নয় বামেদেরও নিশানা করেন তিনি। বিজেপি নেতা বলেন, ‘‘ভয় ভীতি দেখিয়ে শাসন চলছে বাংলায়। এর আগে বামফ্রন্ট ও এটা করেছে আর এখন তৃণমূল করছে। এটাই এখন বাংলার রাজনৈতিক সংস্কৃতি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE