তাঁর প্রচারে ‘মহা সমস্যা’ প্রশাসনের। তবু কর্তব্যে স্থির ‘মহাগুরু’। বেহালায় প্রচার বাতিল হতেই টালিগঞ্জে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়-র সমর্থনে প্রচারে নামলেন ‘মহানায়ক’-এর মূর্তিতে মাথা ঠেকিয়ে।
বেহালায় কয়েক ঘণ্টা আগেই মিঠুন চক্রবর্তীর রোড শো বাতিল করেছে পুলিশ। মিঠুনের প্রশ্ন,‘‘ শ্রাবন্তী-পায়েলের রোড শো বাতিল করা হল কেন বলুন তো? হোয়াট ফর?’’ এর পর তাঁর সংযোজন, ‘‘এ সবে কিছু হবে না। বিজেপি-র রাস্তা পরিষ্কার। এখন শুধু ভাবছি, কত বড় ভাবে আর কত বেশি ভোটে জিতব!’’
যদিও বাবুলের অভিযোগ, টালিগঞ্জেও মিঠুনের সভা বাতিল করতে সব রকম চেষ্টা করেছিল তৃণমূল। বাবুলের কথায়, ‘‘এখানে মিঠুনদা’র শো যাতে না হয়, সে জন্য ইলেকশন কমিশমনে আগে থেকে চিঠি দিয়েছিল এখানকার পুলিশ। বলেছিল, তৃণমূলের শো আছে। তাই মিঠুনদা’র শো হতে পারবে না।’’ তবে বাবুলও হাল ছাড়তে নারাজ। বললেন, ‘‘এমন কেউ নেই যে টলিউডে বাংলার কৃতী সন্তানকে ঢুকতে বাধা দেবে।’’ টানা দু’ঘণ্টা পরিশ্রম করে পুলিশের সঙ্গে কথা বলে রোড শো-র যথাযথ অনুমোদন এবং নিজেই গাড়ি চালিয়ে মিঠুনকে নিয়ে আসেন তাঁর বিধানসভা কেন্দ্রের প্রচারে। বাবুল বলেন, ‘‘দাদা যে আমাকে সেই সুযোগ দিয়েছেন, তার জন্য কৃতজ্ঞ।’’