Advertisement
E-Paper

Bengal polls: রাজ্য সব আক্রান্তের পাশে দাঁড়াক, দাবি বিমানের

বিমানবাবু এ দিন অভিযোগ করেছেন, ফলপ্রকাশের পরে দক্ষিণবঙ্গে তৃণমূল এবং উত্তরবঙ্গে বিজেপি হামলা চালাচ্ছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মে ২০২১ ০৬:২৩
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

রাজনৈতিক হিংসায় নিহত এবং আক্রান্ত সকলের পাশে দাঁড়ানোর দায়িত্বই রাজ্য প্রশাসনকে নিতে হবে, এই দাবি তুলল সংযুক্ত মোর্চা। তাদের অভিযোগ, এখনও পর্যন্ত হিংসায় মৃত্যু হয়েছে ১৬ জনের। বহু ঘরবাড়ি, দোকানপাট লুঠ হয়েছে, অনেক মানুষ ঘরছাড়া। প্রশাসন যাতে হিংসা বন্ধ এবং আক্রান্তদের ক্ষতিপূরণের দায়িত্ব নেয়, মোর্চার তরফে সেই দাবি জানিয়ে শনিবার স্বরাষ্ট্রসচিবকে চিঠি দিয়েছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। তাঁর মতে, যে দলের সমর্থকেরাই আক্রান্ত হয়ে থাকুন না কেন, প্রশাসনকে রাজনৈতিক রং না দেখে দায়িত্ব নিতে হবে। শীতলখুচিতে নিহত পাঁচ জনের পরিবারের এক জনকে চাকরি দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বিমানবাবুর দাবি, নিহত ১৬ জনের পরিবারের জন্যই একই বন্দোবস্ত হওয়া উচিত। পাশাপাশিই, বিমানবাবু এ দিন অভিযোগ করেছেন, ফলপ্রকাশের পরে দক্ষিণবঙ্গে তৃণমূল এবং উত্তরবঙ্গে বিজেপি হামলা চালাচ্ছে। বিমানবাবুর বক্তব্য, ‘‘বিপুল জনসমর্থন পাওয়ার পরে এমন হিংসার দায় তৃণমূলের সরকারের উপরে চাপবে, তা তাদের হতে দেওয়া উচিত নয়। মুখ্যমন্ত্রী যে কঠোর ব্যবস্থার কথা বলেছেন, প্রশাসনের উচিত সেইমতোই পদক্ষেপ করা।’’

CPIM Biman Bose Samyukt Kisan Morcha
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy