আপাতত তিনি হাসপাতালে ভর্তি। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কর্মসূচিতে কোনও রকমের পরিবর্তন করা হচ্ছে না। আগামী শনিবার তিনি জেলাসফরে বেরোবেন। প্রথম কর্মসূচি পুরুলিয়ার বলরামপুরে। তার পরের কর্মসূচি ওই জেলারই বাঘমুণ্ডিতে। তৃণমূল সূত্রে এমনটাই জানা গিয়েছে। সব মিলিয়ে ৫ দিনে মোট ১২টি সভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।
বুধবার নন্দীগ্রামে ভোট প্রচারে গিয়ে আহত হন মমতা। বুধবার রাত থেকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। বৃহস্পতিবার বিছানায় শুয়েই মমতা জানান, প্রয়োজনে হুইল চেয়ারে করেই তিনি প্রচার করবেন। আগামী ১৩ মার্চ পুরুলিয়ায় সভা করার কথা মমতার। তবে তার আগে মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত চিকিৎসকেরা। তৃণমূল সূত্রে খবর, শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পাবেন মমতা। তার পর পূর্ব পরিকল্পিত নির্বাচনী কর্মসূচি অনুযায়ী একের পর এক প্রচারে অংশ নেবেন তিনি। তবে চিকিৎসকদের পরামর্শ মেনেই চলবেন তিনি। সে ক্ষেত্রে বাড়তি সতর্কতা নেওয়া হবে মমতার জন্য।