Advertisement
০৮ অক্টোবর ২০২৪
Locket chatterjee

খেলা নয়, ম্যাজিক হবে, অনুব্রতর গড়ে দাঁড়িয়ে তোপ লকেটের, বাইক মিছিলে বিতর্ক

রবিবার লকেটের সভায় সেই বাইক মিছিল করেই যেতে দেখা গেল বিজেপি নেত-কর্মীদের। সঙ্গে স্লোগান ছিল, ‘‘তৃণমূলের চামড়া, তুলে নেব আমরা।’’

লাভপুরের সভায় বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

লাভপুরের সভায় বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। —নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
লাভপুর শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২১ ২৩:৩৬
Share: Save:

খেলা হবে মান, মানুষকে কি ফুটবল পেয়েছেন? অনুব্রত মণ্ডলের জেলা বীরভূমে দাঁড়িয়ে এই ভাষাতেই তৃণমূলকে আক্রমণ করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। শুক্রবার বীরভূমের লাভপুরে এক জনসভায় লকেট আরও বলেন, খেলা নয়। এ বার ম্যাজিক হবে। তবে বিজেপি নেতা-কর্মীদের বাইক মিছিল করে লকেটের সভায় যাওয়া ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।

ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যজুড়ে লাগু হয়েছে আদর্শ নির্বাচনী আচরণ বিধি। বিধি অনুযায়ী বাইক মিছিল সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু রবিবার লকেটের সভায় সেই বাইক মিছিল করেই যেতে দেখা গেল বিজেপি নেত-কর্মীদের। সঙ্গে স্লোগান ছিল, ‘‘তৃণমূলের চামড়া, তুলে নেব আমরা।’’

সভায় ফুটবলের সঙ্গে তুলনা করে লকেট বলেন, ‘‘খেলা হবে না, এ বার ম্যাজিক দেখবে। দেখবেন সবাই তৃণমূলের পতাকা নিয়ে যাবে আর ম্যাজিক করে সব পদ্মফুল হয়ে যাবে।’’ অনুব্রতকে নিশানা করে লকেটের তোপ, ‘‘এখানে যিনি আছেন অনেক বড় বড় কথা বলেন। সন্ত্রাসের, বারুদের আঁতুর ঘর বীরভূম, এখন বেলুন সব ফুস হয়ে গিয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP Locket chatterjee labhpur Bike Rally
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE