Follow us on
Download the latest Anandabazar app
© 2021 ABP Pvt. Ltd.
২৭ মে ২০২২ ই-পেপার
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন
তনুশ্রী চক্রবর্তী। টলিউডের এই অভিনেত্রী থাকেন রিজেন্ট পার্কে। এ বারে বিধানসভা নির্বাচনে শ্যামপুরের বিজেপি-র তারকা প্রার্থী তিনি।
তনুশ্রী নির্বাচন কমিশনের কাছে যে হলফনামা জমা দিয়েছেন সেই অনুযায়ী তনুশ্রীর হাতে নগদ রয়েছে ৫০ হাজার টাকা।
আইসিআইসিআই ব্যাঙ্কের ৪টি অ্যাকাউন্ট মিলিয়ে তাঁর স্থায়ী আমানত রয়েছে ১৪ লাখ ৭৬ হাজার টাকার।
শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড, ডাকঘর, বিমা- এ সমস্ত কোনও ক্ষেত্রেই তাঁর বিনিয়োগ নেই বলে জানিয়েছেন তনুশ্রী।
একটি মাত্র গাড়ি রয়েছে তাঁর। টয়োটা করোলা। ২০১৭ সালে ১৬ লাখ ৭৫ হাজার ৩০৭ টাকা দিয়ে গাড়িটি কিনেছিলেন তিনি।
গাড়ির জন্য ঋণ নিয়েছিলেন ৫ লাখ ৫৪ হাজার ৫৫৪ টাকা। গাড়ি ঋণ ছাড়া আর কোনও ঋণ নেই বলে হলফনামায় উল্লেখ করেছেন তনুশ্রী।
মূল্যবান জিনিসপত্রের মধ্যে তাঁর কাছে সোনা রয়েছে ১৯৫ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য ৯ লাখ টাকা। আর কোনও মূল্যবান জিনিসের কথা উল্লেখ নেই হলফনামায়।
পারিবারিক সূত্রে পাওয়া কিংবা নিজ উপার্জনে কেনা কোনও জমি, বাড়ি, ফ্ল্যাট কিছুরই উল্লেখ নেই হলফনামায়।
গত অর্থবর্ষে তিনি নিজের উপার্জন দেখিয়েছেন ১০ লাখ ৩১ হাজার ১০০ টাকা।
হলফনামা থেকে জানা গিয়েছে, স্থাবর এবং অস্থাবর মিলিয়ে টলিউডের এই অভিনেত্রীর সম্পত্তির পরিমাণ অর্ধ কোটিও ছুঁতে পারেনি।
স্থাবর-অস্থাবর মিলিয়ে ৩৯ বছরের এই অভিনেত্রীর কাছে রয়েছে ৪১ লাখ ১ হাজার ৩০৭ টাকা।
গাড়ি চালালেই জুটত চোখরাঙানি! সেই আরবের আকাশে প্লেন উড়িয়ে ঢুকলেন হানা
অবসাদেই ‘আত্মঘাতী’? বান্ধবী পল্লবীর পরই বিদিশার অকালমৃত্যু ঘিরে উঠছে বহু প্রশ্ন
অভিনেতা হতে গিয়ে প্রায় সর্বস্ব খুইয়েছেন, জড়িয়েছেন বহু সম্পর্কে, অবসাদেও চলে যান সমীর
সুলতান কুতুবউদ্দিন না সম্রাট বিক্রমাদিত্য? কুতুবের পুরাতত্ত্বের পাল্লা ঝুঁকে কার দিকে
জেলের মধ্যেই প্রেমিকাকে বিয়ে করার ইচ্ছে প্রকাশ কুখ্যাত সিরিয়াল কিলারের! তার পর?