Advertisement
১৭ মে ২০২৪

জামুড়িয়ায় বেলাগাম সন্ত্রাস শাসকের, দুপুরের পর পাল্টা বিজেপি-বামেরও

জামুড়িয়ায় তুমুল সংঘর্ষে জড়াল তৃণমূল ও বিজেপি। পুলিশের সামনেই বাঁশি-লাঠি নিয়ে দু’পক্ষ হামলা করল পরস্পরের উপর। রাস্তায় ফেলে মারধর চলল। পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দু’পক্ষকে।

তৃণমূল-বিজেপি সংঘর্ষ জামুড়িয়ার নন্ডিতে।

তৃণমূল-বিজেপি সংঘর্ষ জামুড়িয়ার নন্ডিতে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৬ ১৭:০৮
Share: Save:

জামুড়িয়ায় তুমুল সংঘর্ষে জড়াল তৃণমূল ও বিজেপি। পুলিশের সামনেই বাঁশি-লাঠি নিয়ে দু’পক্ষ হামলা করল পরস্পরের উপর। রাস্তায় ফেলে মারধর চলল। পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দু’পক্ষকে। ওই কেন্দ্রেরই সত্তর গ্রামে আগুন লাগিয়ে দেওয়া হল সিপিএমের পোলিং এজেন্টের বাড়িতে।

ভোটগ্রহণ শুরুর আগে থেকেই সোমবার শিরোনামে থেকেছে জামুড়িয়া। কখনও সিপিএম এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়া, কখনও একের পর এক বুথ থেকে এজেন্টদের বার করে দেওয়ার অভিযোগ উঠেছে। বিজেপি প্রার্থীর গাড়িও এ দিন আক্রান্ত হয়েছে জামুড়িয়াতে। সবক’টি ক্ষেত্রেই অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। দুপুরের পর থেকে কিন্তু ছবিটা কোথাও কোথাও বদলাতে শুরু করে। বিক্ষিপ্ত ভাবে প্রতিরোধ তৈরি করে বিরোধীরাও। নন্ডি গ্রামে দুপুরের দিকে তুমুল সংঘর্ষ শুরু হয় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে। ভোটকেন্দ্রের বাইরেই লাঠি-বাঁশ নিয়ে তৃণমূল-বিজেপি পরস্পরের উপর চড়াও হয়। পুলিশের সামনেই সব ঘটলেও, গোলমাল থামাতে তারা কোনও চেষ্টা করেনি বলে অভিযোগ। পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা লাঠি চালিয়ে বিবদমান দু’পক্ষকে এলাকা থেকে হঠিয়ে দেয়। এই ঘটনায় তিন জন আহত হন।

বিকেলের দিকে গোলমাল হয় জামুড়িয়ার সত্তর গ্রামেও। সিপিএম এজেন্ট দুগাই বাউড়ির বাড়িতে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। দুগাই বাউড়ি নামে ওই এজেন্ট তখন ভোটকেন্দ্রেই ছিলেন। সিপিএমের অভিযোগ, এজেন্টকে বুথ থেকে বার করতে না পেরেই তাঁর বাড়িতে আগুন লাগিয়ে দেয় তৃণমূল।

তালতোড় এলাকা থেকেও তৃণমূল এবং সিপিএমের মধ্যে তুমুল সংঘর্ষের খবর এসেছে।

দেখুন জামুড়িয়ায় সংঘর্ষের ভিডিও:

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Assembly Election 2016 Jamuria Violence
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE